এবার ই-পাসপোর্ট। আগামী বছরেই দেশ জুড়ে ই-পাসপোর্টের সুবিধা দিতে চায় কেন্দ্রীয় সরকার। এজেন্সিকে দিয়ে ই-পরিকাঠামো গড়ে তুলে এই কাজ করা হবে। এতে কাজ যেমন দ্রুত হবে, তেমনি এই পাসপোর্ট জাল করাও কঠিন।

আগামী বছর এই ই-পাসপোর্টের পরিকাঠামো তৈরি হয়ে গেলে নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের পাসপোর্টের জন্য আবেদন করলে ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ সহ ই-পাসপোর্ট মিলবে। এর আগে সরকার পরীক্ষামূলকভাবে ২০হাজার কূটনৈতিক ই-পাসপোর্ট তৈরি করেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগ। এজেন্সি নির্দিষ্ট হয়ে গেলেই কাজ শুরু হবে। এজেন্সি বাছাই করবে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার ও বিদেশ মন্ত্রক। প্রথমে শুরু হবে দিল্লি ও চেন্নাইয়ে। পরে দেশের ৩৬টি অফিসে।
