Saturday, August 23, 2025

রাজ্য নয়, কেন্দ্রের হাতেই থাকবে করোনা ভ্যাকসিনের ভার।
বিশ্ব মহামারীতে সংক্রমণ রুখতে ভারতে কোন ভ্যাকসিন ব্যবহার করা হবে তা নির্দিষ্ট হওয়ার পর সেই টিকা সংগ্রহ ও সরবরাহ করবে কেন্দ্রীয় সরকারই। কোনও রাজ্য সরকার আলাদা করে ভ্যাকসিন সংগ্রহ করবে না। সব অঞ্চলের মধ্যে সাম্য বজায় রেখে দেশের সর্বত্র ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ইতিমধ্যেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করেছে রাশিয়া। তারপরই এদেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিষেধক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ‘ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন’ নামে বিশেষজ্ঞ দল গঠন করে। নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পালের নেতৃত্বে সেই বিশেষজ্ঞ দল বৈঠকে বসেছিল। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ-সহ বিশেষজ্ঞরা সম্ভাব্য ভ্যাকসিন এদেশে সংগ্রহ ও সরবরাহের রূপরেখা নিয়ে আলোচনা করেন। এরপরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, কোনও রাজ্যই যেন ভ্যাকসিন সংগ্রহের জন্য আলাদা পথ না নেয় তার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় ভাবেই দেশের সব অঞ্চলের মধ্যে সাম্য রক্ষা করে কোল্ড চেনের মাধ্যমে দেশের সব প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। কোন ভ্যাকসিন দেশ গ্রহণ করবে তা ঠিক করবে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন। স্বাস্থ্য নিরাপত্তা ও কার্যকারিতা বিবেচনা করেই উপযুক্ত ভ্যাকসিন বাছা হবে। ভ্যাকসিন সংগ্রহের জন্য কী কী ভাবে অর্থের সংস্থান হতে পারে তা নিয়েও আলোচনা করেছে কেন্দ্র।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version