Thursday, August 21, 2025

স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ। রাজ্যজুড়ে শনিবার অর্থাৎ ১৫ অগাস্ট ব্যাপক ঝড় বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ তার ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে উপকূলের দুই জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কড়া সর্তকতা জারি করা হয়েছে দিঘা, মন্দারমণি ও সাগরদ্বীপের সমুদ্রসৈকতে।

এই নিম্নচাপটি ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। ফলে দক্ষিণ-পশ্চিম দিকে অভিমুখ এই নিম্নচাপের। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে। অভিমুখ অনুযায়ী এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার কথা। আবহাওয়াবিদরা নিম্নচাপের গতিপথের উপর নজর রাখছেন। এই নিম্নচাপে এসে মিশেছে মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ এলাকায় একটি ঘূর্ণাবর্ত হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে দিঘা, মন্দারমণি ও সাগর দ্বীপের সমুদ্রসৈকতে সমুদ্রস্নান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চার জেলাতে।

শনিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান,হাওড়া এবং হুগলি জেলাতে। রবিবারেও থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস । বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version