২৫ টাকা আলুর দাম বেঁধে দেবে সরকার! লকডাউনের আগে যা ছিল ১৫টাকা!

লকডাউনের আগেও যে আলুর দাম ১৫-১৮ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে, সেই আলুর দাম সরকার এবার বেঁধে দিতে চাইছে ২৫ টাকায়! লাগামছাড়া আলুর দামের উপর নিয়ন্ত্রণ আনতে সরকারের উদ্যোগই সমালোচনার মুখে।

বাজারে এই মুহূর্তে আলুর দাম ৩০-৩২ টাকার মধ্যে। হঠাৎ কেন আলুর দাম চড়ছে? আসলে নেপোয় মারে দই। বেনিয়ন্ত্রিত ফোড়ের দল। যাদের নিয়ন্ত্রণ করার জন্য কমিটি করা হলেও মুখ্যমন্ত্রী তাদের না ঠেললে ঘুম ভাঙে না। ফলে পেঁয়াজের দাম লাগাম ছাড়া হয়ে কমে যাওয়ার পর আলু। এমন নয় চাষের ক্ষতি হয়েছে বা বৃষ্টি কম হয়েছে। তাহলে? এই উত্তর সরকারি কর্তাদের কাছে নেই। নাবান্নের একটি সূত্রের খবর, জেলা থেকে আলুর জোগান কলকাতায় বাড়ানো হবে। এবং আলুর দাম ২৫টাকায় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেবে সরকার। আগামী সপ্তাহ থেকে তার ফল পাওয়া যাবে।কিন্তু লকডাউনের আগে যে আলু ১৫টাকা কেজিতে বাজারে বিক্রি হচ্ছিল, সেই আলু ২৫ টাকা কেজি দরে কেন কিনবেন মানুষ?