Friday, November 28, 2025

হয় বড় পদ, না হলে ঘরে ফেরা, দিল্লির উপর চাপ বাড়িয়ে অঙ্ক মুকুলশিবিরের

Date:

গত আড়াই বছর কার্যত কোনো বড় পদ না দিলেও এইবার বাংলার ভোটের আগে তা দিতেই হবে।
অন্যথায় পুরনো দলে ফিরে যাবেন মুকুল রায়।
বিজেপির দিল্লির নেতৃত্বের উপর এই চাপ বাড়িয়ে অঙ্ক কষছে তাঁর শিবির। সেই সঙ্গে একটু ধৈর্যও ধরছেন।
দিল্লির বহুদিন ধরেই খবর, হয় রাজ্যসভায় এনে মন্ত্রী; অথবা দলের সর্বভারতীয় অন্যতম সহসভাপতি, কিংবা রাজ্য নির্বাচন কমিটির প্রধান; এই তিন দায়িত্বের একটি দেওয়া হতে পারে মুকুলকে। আসলে এতদিন যতই উপেক্ষা করা হোক, ভোটের মুখে তিনি দল ছাড়ুন, এটা চাইছে না দিল্লি। মুকুলের ঘনিষ্ঠমহল দুভাগ। একপক্ষ চাইছে এই সময়ে পদ নিয়ে থেকে যাওয়া। অন্য পক্ষ চায় আর সময় নষ্ট না করে তৃণমূলে ফেরা। রাজনৈতিক কারণ ছাড়াও তদন্ত বা মামলা সংক্রান্ত কারণগুলিও ভাবতে হচ্ছে মুকুলকে। দুম্ করে সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। মুকুলের তথাকথিত দুএকজন অধুনাভক্ত ক্রমাগত ব্যক্তিস্বার্থে মুকুলের ক্ষতি করে চলেছেন। এদিকে চোখের চিকিৎসায় ভালো আছেন মুকুল। শিবিরের সূত্র বলছে, দুএকমাস পর থেকেই বাংলায় সর্বশক্তিতে নামবে দিল্লি। তখন দলের সামনের সারিতেই থাকাটা ভালো। অন্য অংশ বলছে, রাজ্যও চুপ থাকবে না। এখন মুকুলের বিরুদ্ধে মামলাগুলির তৎপরতা হঠাৎ কমে আছে। কিন্তু এরপর তো সেগুলিও বাড়বে। ফলে মুকুলবাবুকে ভেবেচিন্তে পা ফেলতে হচ্ছে। ছেলে শুভ্রাংশু মনেপ্রাণে তৃণমূলে ফিরতে চান বলে খবর। কিন্তু বাবার রাজনীতির বাইরে তিনি যাবেন না। এদিকে, মুকুলশিবিরের এক সূত্র হিসেব কষে দেখেছে, রাজ্যে এখন 60-70টি আসন জেতার বেশি ক্ষমতা নেই বিজেপির। সংখ্যালঘু প্রভাবিত প্রায় একশো আসন এমনিতেই হাতছাড়া। হিন্দু ভোটও তিনভাগ। তবে, দিল্লি যদি এখনই মুকুলকে উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্য থেকে রাজ্যসভায় আনে বা মন্ত্রী করে দেয়; তাহলে মুকুল ঝুঁকি নিয়ে বিজেপির হয়ে ব্যাট করতে রাজি। আপাতত তিনি ধৈর্য ধরে দেখছেন, দিল্লির নেতারা কবে “কথা রাখেন।”

 

Related articles

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...
Exit mobile version