Friday, November 28, 2025

একুশের লক্ষ্যে এবার রাজ্যের মহিলাদের মন পেতে নয়া কর্মসূচি তৃণমূলের

Date:

পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গুছিয়ে নিতে তৎপর শাসক শিবির তৃণমূল কংগ্রেস। রাজ্যের যুব সম্প্রদায়কে এক ছাতার তলায় নিয়ে আসার পর এবার লক্ষ্য প্রায় ২ কোটি মহিলা ভোটার। মহিলা ভোটাররা এ রাজ্যের নির্বাচনে চিরকালই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একুশের লক্ষ্যে তাই এখন এই মহিলা ভোট ব্যাঙ্কের ওপর বিশেষ নজর দিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। ২০১৪ এবং ২০১৯, এই দুই লোকসভা নির্বাচনে রাজ্যে মহিলা ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যায় বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফলে এবার মহিলা ভোটারদের মন জয় করতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে ঘাস শিবিরের পক্ষ থেকে।

সেই লক্ষ্যেই সপ্তাহজুড়ে বিশেষ  সোশ্যাল নেটওয়ার্কিং কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। আজ, রবিবার থেকে শুরু হচ্ছে এই অভিনব কর্মসূচি। যেখানে মহিলাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এই রণকৌশলে প্রতি বুথে একজন করে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী থাকবেন, যিনি এলাকার কমপক্ষে ২০ জন মহিলার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের কথা পৌঁছে দেবেন। সরকারে আসার পর থেকে রাজ্যের মহিলাদের জন্য তৃণমূল সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরবেন মহিলাদের মধ্যে। রাজ্য ৭০ হাজার বুথে এই কর্মসূচি চলবে।

এ প্রসঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য অনেক কাজ করেছেন । প্রতি বুথে মহিলাদের জন্য তৃণমূল কী কাজ করেছে, তা তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের রূপশ্রী, কন্যাশ্রীর সুবিধা যাতে প্রত্যন্ত গ্রামের মেয়েটাও পায়, সেই দিকে নজর রাখতেই এই কর্মসূচি।”

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...
Exit mobile version