Wednesday, August 27, 2025

তাঁকে ছাড়াই পতাকা উত্তোলন, ক্ষোভে পতাকা নামিয়ে নিয়ে বাড়ি গেলেন বিজেপি নেত্রী

Date:

তাঁকে না জানিয়েই স্বাধীনতা দিবস উদযাপন, আর তাতেই ক্ষেপে লাল আজ বিজেপি নেত্রী। তার থেকেও অনর্থ, উত্তোলন হওয়া জাতীয় পতাকা টেনে-হিঁচড়ে নামিয়ে দিলেন ওই বিজেপি নেত্রী। যা জাতীয় পতাকার অবমাননারই সামিল। ১৫ অগাস্ট-এ এমনই নিয়ে তোলপাড় গেরুয়া শিবিরের অন্দরেই।

জানা গিয়েছে, আজ শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে বিজেপি নেত্রী পৌঁছনের আগেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে গিয়েছিল। এবং এই ঘটনায় অপমানিত হয়ে পতাকা নামিয়ে, তা ব্যাগে ভরে বাড়ি নিয়ে বাড়ি চলে গেলেন ক্ষুব্ধ বিজেপি নেত্রী অঞ্জুশ্রী ঘোষ শাসমল। এমন আশ্চর্য ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। ঘটনায় এলাকার বিজেপি কর্মী-সমর্থকরাও ওই বিজেপি নেত্রী বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর অঞ্চলের সৈয়দকরিম গ্রামে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর নেত্রী আসছেন না দেখে এলাকার বিজেপি কর্মী-সমর্থকরাই পতাকা উত্তোলন করেন। এর অনুষ্ঠান স্থলে পৌঁছন অভিযুক্ত
অঞ্জুশ্রী ঘোষ শাসমল। তিনি পৌঁছনোর আগেই পতাকা উত্তোলন হয়ে গিয়েছে দেখেই বেজায় চটে যান অঞ্জুশ্রীদেবী। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি পতাকা নামিয়ে ব্যাগে পুরে নিয়ে চলে যান। যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

এরপরই এলাকাবাসীদের নেত্রীর বাড়িতে চড়াও হন। পাল্টা নেত্রী ঝাঁটা-কাটারি নিয়ে তাঁদের উপর তেড়ে আসেন বলে অভিযোগ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version