Wednesday, December 17, 2025

বন্যায় বিপর্যস্ত একাধিক রাজ্য, জারি রেড অ্যালার্ট

Date:

Share post:

বন্যায় বিপর্যস্ত দেশের একাধিক রাজ্য। ভেসে গিয়েছে চাষের জমি, ঘর-বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। বিহার, অসম, অন্ধ্রপ্রদেশে লাগাতার বৃষ্টিতে নাজেহাল অবস্থা।  অন্ধ্রপ্রদেশের পূর্ব ও পশ্চিম গোদাবরী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ জলমগ্ন একাধিক গ্রাম । চলছে উদ্ধারকাজ। SDRF তিনটি দলকে মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজের জন্য ৷

বন্যা পরিস্থিতিতে , পূর্ব গোদাবরী জেলায় প্রশাসন ইতিমধ্যেই প্রায় ২০০০ মানুষকে ত্রাণ শিবিরে পাঠিয়েছে ৷ এখনও পর্যন্ত বন্যায় কারোর মৃত্যু হয়নি ৷ সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে । এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সর্তকতা। জানা গিয়েছে, দেবীপটনম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এখানে ৩৬টি গ্রাম পুরো ডুবে গিয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রভাবিত এলাকায় উদ্ধার কাজের জন্য ৩২টি বিশেষ টিম গঠন করা হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত এলাকায় এই টিমগুলি কাজ করছে।

বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে অসম। তবে, অসমের বন্যা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে ৷ প্রভাবিতর সংখ্যা কমেছে ৷ রবিবার বন্যায় মোট ১১৮১২ প্রভাবিত হয়েছেন ৷ শনিবার অবশ্য এই সংখ্যা ছিল ১৩৩০০ ৷ অসমের ৩১টি গ্রাম ও ১৬৩০ হেক্টর জমি জলমগ্ন ৷

ছত্তিসগড়ে গত ২৪ ঘণ্টায় লাগাতার বৃষ্টি হওয়ার কারণে জনজীবন প্রভাবিত হয়েছে ৷ রাজ্যের দক্ষিণ দিকে বস্তর এলাকায় একাধিক গ্রামে সড়ক যোগযোগ ভেঙে গিয়েছে ৷ লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের সমস্ত জেলা আধিকারিক ও পুলিশ কর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে ৷
মহারাষ্ট্রের দুটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷

spot_img

Related articles

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার...

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...