Sunday, August 24, 2025

বন্যায় বিপর্যস্ত দেশের একাধিক রাজ্য। ভেসে গিয়েছে চাষের জমি, ঘর-বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। বিহার, অসম, অন্ধ্রপ্রদেশে লাগাতার বৃষ্টিতে নাজেহাল অবস্থা।  অন্ধ্রপ্রদেশের পূর্ব ও পশ্চিম গোদাবরী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ জলমগ্ন একাধিক গ্রাম । চলছে উদ্ধারকাজ। SDRF তিনটি দলকে মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজের জন্য ৷

বন্যা পরিস্থিতিতে , পূর্ব গোদাবরী জেলায় প্রশাসন ইতিমধ্যেই প্রায় ২০০০ মানুষকে ত্রাণ শিবিরে পাঠিয়েছে ৷ এখনও পর্যন্ত বন্যায় কারোর মৃত্যু হয়নি ৷ সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে । এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সর্তকতা। জানা গিয়েছে, দেবীপটনম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এখানে ৩৬টি গ্রাম পুরো ডুবে গিয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রভাবিত এলাকায় উদ্ধার কাজের জন্য ৩২টি বিশেষ টিম গঠন করা হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত এলাকায় এই টিমগুলি কাজ করছে।

বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে অসম। তবে, অসমের বন্যা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে ৷ প্রভাবিতর সংখ্যা কমেছে ৷ রবিবার বন্যায় মোট ১১৮১২ প্রভাবিত হয়েছেন ৷ শনিবার অবশ্য এই সংখ্যা ছিল ১৩৩০০ ৷ অসমের ৩১টি গ্রাম ও ১৬৩০ হেক্টর জমি জলমগ্ন ৷

ছত্তিসগড়ে গত ২৪ ঘণ্টায় লাগাতার বৃষ্টি হওয়ার কারণে জনজীবন প্রভাবিত হয়েছে ৷ রাজ্যের দক্ষিণ দিকে বস্তর এলাকায় একাধিক গ্রামে সড়ক যোগযোগ ভেঙে গিয়েছে ৷ লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের সমস্ত জেলা আধিকারিক ও পুলিশ কর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে ৷
মহারাষ্ট্রের দুটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version