Sunday, November 9, 2025

নতুন কেউ নন, তিন পুরোনো নেতার একজন হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি

Date:

প্রদেশ কংগ্রেস সভাপতির নাম নিয়ে আলোচনা আর শেষই হচ্ছে না৷ তবে জানা গিয়েছে চলতি সপ্তাহেই সম্ভবত প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির নাম ঘোষণা হয়ে যেতে পারে। প্রদেশ কংগ্রেস নেতাদের এমনই ধারনা৷

AICC সূত্রের খবর, আগামী বছরের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সভাপতি নিয়োগ করা হবে৷ কোনও পরীক্ষা- নিরীক্ষায় দল যাবে না৷ আপাতত খবর, প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরি এবং আব্দুল মান্নান, এই তিন পরিচিত মুখের একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি হতে চলেছেন৷ এআইসিসি এমনই ভাবনাচিন্তা করছে।

কংগ্রেস সূত্রের খবর, দলের একাধিক জেলা সভাপতি প্রদীপবাবুকে ফের প্রদেশ সভাপতি করার অনুরোধ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, প্রদীপবাবু অভিজ্ঞ। বামেদের সঙ্গে তাঁর বোঝাপড়া ভাল। আবার প্রয়োজনে রাজ্যের শাসক শিবির তৃণমূলের সঙ্গেও তিনি কথা বলতে পারেন।

অধীর চৌধুরি আগেই জানিয়ে দিয়েছেন, নতুন কোনও মুখকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হোক। দল চালানোর কিছু পদ্ধতিগত পরিবর্তনের কথা বলেছেন তিনি। তবে সোনিয়া বা রাহুল গান্ধী ফের তাঁকে বাংলায় কংগ্রেসের ভার নিতে বললে তিনি যে ‘দলের সৈনিক’ হিসেবে তা পালন করবেন, সেই কথাও বলে রেখেছেন অধীরবাবু।

ওদিকে, আবদুল মান্নানের অবস্থান, রাজ্যে বিরোধী দলনেতা তথা পরিষদীয় দলনেতার পদ ছেড়ে দিয়ে তিনি প্রদেশ কংগ্রেসে যেতে রাজি নন। AICC যদি বিধানসভার পদে তাঁকে বহাল রেখে নতুন দায়িত্ব দেয় মান্নান রাজি৷

এ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি বাছাই নিয়ে এবার সিরিয়াস হাইকম্যান্ড। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, রাজ্যে দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে দফায় দফায় কথা বলে বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি নেতা গৌরব গগৈ তাঁর চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন দিল্লিতে।
গৌরবের ওই রিপোর্ট দেখার পর AICC-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল তিন বর্ষীয়ান নেতা, প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরি এবং আব্দুল মান্নানের সঙ্গে ফের কথা বলেছেন৷ প্রদেশ সভাপতি ঠিক করার আগে এত আলোচনা AICC করে না। এ বার বিধানসভা ভোটের আগে দলের যথাসম্ভব ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরাই তাদের লক্ষ্য। তাই টানা আলোচনা চলছে৷ প্রদেশ নেতাদের আশা, চলতি সপ্তাহের মধ্যেই নতুন প্রদেশ সভাপতি ঠিক হয়ে যেতে পারে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version