Sunday, August 24, 2025

আইপিএলের স্কোরার হিসাবে দুবাই পাড়ি মুদিখানার কর্মী সূর্যকান্তের

Date:

Share post:

সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে চলতি বছরের আইপিএল।মহামারি আবহে দুবাইয়ে খেলার আয়োজন করা হয়েছে। এই খেলায় এবার স্কোরার হিসেবে অংশ নিচ্ছেন হুগলির মুদিখানার কর্মী সূর্যকান্ত পাণ্ডা। অভাবের সংসারে আশার আলো দেখছে হুগলির পরিবার।

তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না। ২০০০ সাল সংসারের অভাব দূর করতে বাবার হাত ধরে ওড়িশা থেকে বাংলায় আসেন সূর্যকান্ত পাণ্ডা। বাবা পূর্ণচন্দ্র পাণ্ডার সঙ্গে রান্নার কাজে সাহায্য করতেন। কিন্তু শুরু হয় শারীরিক সমস্যা। তাই রান্নার কাজ ছেড়ে দিতে হয়। দু’মুঠো ভাত জোগাড় করতে চুঁচুড়ার খড়ুয়াবাজারে বিশ্বনাথ সাঁধুখার মুদিখানার দোকানে কাজ শুরু করেন সূর্যকান্ত।

২০১০ সালে বাবা এবং ২০১৪ সালে মা-কে তিনি। কাজের পাশাপাশি ক্রিকেটের প্রতিও তাঁর ঝোঁক ছিল। হুগলি স্পোর্টস অ্যাসোসিয়েসনের ক্রিকেট ম্যাচগুলিতে স্কোরার হিসাবে কাজ শুরু করেন। আর ফিরে তাকাতে হয়নি। মুদিখানার দোকানে কাজ করতে করতেই ক্রিকেটের নিয়মাবলি নিয়ে লেখাপড়া শুরু করেন তিনি। ২০১৫ সালে ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গলের স্কোরার পরীক্ষায় বসে উত্তীর্ণ হন সূর্যকান্ত। এরপর রঞ্জি সহ একের পর এক খেলায় স্কোরার হিসাবে দায়িত্ব সামলান। ২০১৮ সালে সিএবির সেরা স্কোরার হিসাবে পুরস্কৃত হন। আর ২০২০-তে সরাসরি আইপিএলের স্কোরার হিসাবে সুযোগ করে নিলেন তিনি।

বুধবার বিশেষ বিমানে বেঙ্গালুরু উড়ে যাবেন সূর্যকান্ত। সেখান থেকে সোজা দুবাই। তাঁর স্বপ্ন একদিন তিনি আন্তর্জাতিক ম্যাচের স্কোরার হবেন। কিন্তু তার জন্য তাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আইপিএলের পরই সেদিকে নজর দিতে চান সূর্যকান্ত। যে দোকানে সূর্যকান্ত কাজ করেন সেই দোকানের মালিক বিশ্বনাথ সাধুখাঁর কথায়, ” দোকানে না এলে কোনও অসুবিধা নেই। সূর্যকান্ত আরও এগিয়ে যাক সেটাই আমরা চাই।”

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...