Wednesday, November 12, 2025

বিধাননগরে কারখানা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, কারণ নিয়ে ধন্দে পুলিশ

Date:

বিধাননগরে কারখানার ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক ওই কারখানারই কর্মী। কিন্তু প্রশ্ন উঠেছে, কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরও তিনি কেন ভিতরে ছিলেন? কেন ওই যুবককে খুন করা হল, কিসের উদ্দেশ্যে এই খুন তা খতিয়ে দেখছে
পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও কর্মীরা এসে গোরাপদ সরকার লেনের ডাল কারখানার দরজা খোলেন। সেখানেই দেখা যায় , ভিতরে নৈহাটির গৌরিপুরের বাসিন্দা রাহুল সাউ মাটিতে পড়ে রয়েছে। চারপাশে রক্ত জমাট বেঁধে রয়েছে। কর্মীরা জানিয়েছেন, রাহুলের শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এরপর তাঁরাই পুলিশে খবর দেন। বিধাননগর থানা ও লালবাজার থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছ, রাহুলের মাথার পিছনে গভীর ক্ষত ছিল। মাথায় আঘাত করে খুন করা হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের । তদন্ত ঘোরাতেই এবং পুলিশকে বিভ্রান্ত করতে গলায় কোপ দেওয়া হয়েছে।  রাহুলের মোবাইলের খোঁজ শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , কারখানার দরজা বাইরে থেকেই বন্ধ ছিল।
কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে , মঙ্গলবার বিকেলেই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। তখন রাহুল কারখানায় উপস্থিত ছিলেন না। হয়ত রাতে ফের সেখানে এসেছিলেন তিনি। মনে করা হচ্ছে, কারখানার ভিতরে কারোর সঙ্গে বচসা হয়েছিল রাহুলের। তার জেরেই তিনি খুন হয়ে থাকতে পারেন ।

Related articles

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...
Exit mobile version