Wednesday, November 12, 2025

এবার কলেজে ভর্তির যাবতীয় তথ্য মিলবে একই জায়গায়। আর তাই রাজ্য সরকার চালু করছে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল। কী জানা যাবে সেখানে? কোন কলেজে কোন কোন বিষয় পড়ানো হয়। অনার্সের পাশাপাশি জেনারেল কোর্সে কোন কোন বিষয় পড়া যাবে। বিষয় কম্বিনেশন সম্পর্কিত তথ্য মিলবে সেখানে।

এর আগেই স্কুলপড়ুয়াদের সুবিধার্থে ‘বাংলার শিক্ষা’ পোর্টাল চালু করেছিল রাজ্য সরকার। এবার কলেজ পড়ুয়াদের জন্য উদ্যোগ নিল উচ্চ শিক্ষা দফতর। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, একটি মানচিত্র রয়েছে এই পোর্টালে। একজন পড়ুয়া যে জেলার কলেজে ভর্তি হতে চান, মানচিত্রে সেই জেলার উপরে ক্লিক করলে কলেজ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। এরপর কলেজের নামের উপর ক্লিক করলে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট খুলে যাবে। কলেজ সম্পর্কিত সব তথ্য এক জায়গায় এক ছাতার তলায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। বিকাশ ভবন সূত্রে খবর, কলেজের পর আপলোড করা হবে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিস্তারিত তথ্য।

জানা গিয়েছে, পড়ুয়াদের পাশাপাশি এর মাধ্যমে উপকৃত হবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ই পেনশনের তথ্য পাওয়া যাবে পোর্টালের মাধ্যমে। পাশাপাশি কলেজ ভর্তি তথ্য বিকাশ ভবনে পাঠাতে হবে না। সরাসরি কলেজ কর্তৃপক্ষ এই পোর্টালে আপলোড করতে পারবে। একইসঙ্গে পড়ুয়াদের জন্য থাকবে কন্যাশ্রী সহ অন্যান্য মেধাবৃত্তির বিস্তারিত তথ্য।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version