Thursday, November 13, 2025

লকডাউন ভেঙে নেতাদের নাম নিয়ে বাঁচার চেষ্টা, তবুও উত্তরবঙ্গে আটক শতাধিক

Date:

কেউ পুরানো প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে পড়ে পুলিশের হাতে ধরা পড়েছেন। আবার অনেকে নার্সিংহোমে চিকিৎসাধীনদের দেখতে যাচ্ছেন বলে ভিজিটির কার্ড দেখিয়ে রেহাই পাওয়া চেষ্টা করেছেন। কেউ আবার যুক্তিগ্রাহ্য কোনও কথা বলতে পারেননি। ফলে, পুলিশের হাতে ধরা পড়ে জরিমানা দিয়েছেন। কারও গাড়ি আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমনই ছবি দেখা গিয়েছে উত্তরবঙ্গের আট জেলায়।

বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির এশিয়ান হাইওয়ে ও হিলকার্ট রোডের ছবি।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ—সব ক’টি জেলাতেই প্রায় একই দৃশ্য। ইংরেজবাজার টু শিলিগুড়ির হিলকার্ট রোড অথবা কোচবিহারের বিশ্বসিংহ রোড, কিংবা জলপাইগুড়ির মার্চেন্ট রোড, সর্বত্রই একই ঘটনা। সব মিলিয়ে উত্তরবঙ্গে দুপুরে অবধি লকডাউনে আইন অমান্যের অভিযোগে আট জেলায় অন্তত ৫০০ জনকে পুলিশ আটক করেছে। রাত অবধি সংখ্যাটা নিশ্চিত বাড়বে। এদের মধ্যে অধিকাংশকেই অবশ্য জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তবে অন্তত ২০টি গাড়িকে সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে পুলিশ-প্রশাসন। কারণ, লকডাউনের মধ্যে নানা অছিলায় ওই গাড়িগুলি নিয়ে ঘোরাঘুরি করা হচ্ছিল। এমনকী, কয়েকটি গাড়ির চালক, আরোহীরা মদ খাওয়ার জন্য বেরিয়েছিল বলে পুলিশের একটি সূত্রের দাবি। পুলিশের এক কর্তা জানান, ওই সন্দেহভাজনদের গাড়ি আটকে রাখা হয়েছে। শিলিগুড়ির উপকণ্ঠে এশিয়ান হাইওয়েতে এমনই দুটি গাড়ি পুলিশ আটকানোর পরে দেখা যায়, চালক ও আরোহীরা মদ খেয়ে লকডাউন মানাতে বেরিয়ে পড়েছেন। দুটি গাড়ির আরোহীরা নিজেদের এক বড় মাপের শাসক দলের নেতার ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। কিন্তু, পুলিশ তাতে আমলা না দিয়ে গাড়ি আটকে রাখে। পরে অবশ্য জরিমানার দিলে ছেড়ে দেয় পুলিশ।

উত্তরবঙ্গের এরক পুলিশ কর্তা জানান, লকডাউনে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে ফূর্তি করার প্রবণতা শুরু হয়েছে। সেটা রুখতে সবরকম সতর্কতা জারি করা হয়েছে। তিনি জানান, কেউ লকডাউনের সময়ে আইন ভেঙে ধরা পড়ে কোনও নেতার নাম করলে তা সরাসরি কলকাতায় ডিজি কন্ট্রোল ও নবান্নে জানিয়ে দেওয়া হচ্ছে।

এত সবের পরেও অবশ্য উত্তরবঙ্গেল ২০ অগস্টের লকডাউনে শতাধিক ব্যক্তিকে পুলিশকে আটক করতে হয়েছে। সূত্রের খবর, কয়েকজন তৃণমিূল নেতার ফোনে আট জেলায় অন্তত ৫০ জনকে পুলিশ ছাড়তে বাধ্য হয়েছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version