Wednesday, August 27, 2025

বিমানবন্দরের বেসরকারিকরণের বিরোধিতা রাজ্যের, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

তিরুবন্তপুরম বিমানবন্দর বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরোধিতা নামল কেরল সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে চিঠি লিখেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন আদানি গোষ্ঠীর হাতে বিমানবন্দর তুলে দেওয়া হলে রাজ্য সরকার কোনরকম সাহায্য করবে না। একইসঙ্গে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের মতামতকে গুরুত্ব দেওয়া হলো না বলে ওই চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ” ২০০৩ সালে বিমানবন্দরের জন্য বিনামুল্যে জায়গা দিয়েছিল রাজ্য। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক সেই সময় আশ্বস্ত করে বলছিল, কোনওদিন বিমানবন্দরটি বেসরকারি হাতে তুলে দেওয়া হলে রাজ্যের বক্তব্য শোনা হবে। কিন্তু এই সিদ্ধান্তে রাজ্যের মতামতকে গুরুত্ব দেওয়া হলো না। রাজ্য সরকার একাধিকবার এই বিষয়ে আপত্তি জানিয়েছে।”

প্রসঙ্গত, তিরুবন্তপুরম, জয়পুর ও গুয়াহাটি বিমানবন্দর আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে বুধবার সীলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর এরপরই বিরোধিতায় নেমেছে কেরল সরকার। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, “এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। আমাদের পক্ষে এই কাজে সাহায্য করা সম্ভব নয়।” কেরলবাসীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাজ্য কেন্দ্রকে সাহায্য করবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version