Sunday, November 16, 2025

জম্মু ও কাশ্মীর থেকে অবিলম্বে ১০ হাজার আধাসেনা প্রত্যাহারের নির্দেশ দিল কেন্দ্র

Date:

জম্মু ও কাশ্মীর থেকে অবিলম্বে ১০ হাজার আধাসেনা প্রত্যাহারের নির্দেশ দিল কেন্দ্র।
বুধবার রাতে এই নির্দেশে সিলমোহর দেওয়া হয়েছে । পর্যালোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।
কাশ্মীর থেকে স্বরাষ্ট্রমন্ত্রক প্রত্যাহার করে নিচ্ছে ৪০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি করে বিএসএফ, সিআইএসএফ ও এসএসবি-র জওয়ানদের নিজেদের নির্দিষ্ট স্থানে ফিরে যেতা বলা হয়েছে।
সরকারি তরফে জানানো হয়েছে, পাথর ছোঁড়ার ঘটনা খুবই কমে গিয়েছে। ২০১৮ সালে ৫৩২টি ঘটনা থেকে ২০১৯ সালে ৩৮৯টি ঘটনা হয় পাথর ছোঁড়ার। এই বছর এখনও পর্যন্ত ১০২টি ঘটনা হয়েছে। অফিসারদের বক্তব্য, আগের মতো সন্ত্রাসদমনের কাজে স্থানীয়রা ব্যাঘাত ঘটায় না।
কাশ্মীরে এখনও সুরক্ষার স্বার্থে থাকল আধাসেনার অতিরিক্ত কিছু ব্যাটেলিয়ন। সিআরপিএফের ৬৭টি ব্যাটেলিয়ন,  জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী তো আছেই।
গত বছর ৩৭০ ধারা অবলুুপ্তির পর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছিল কাশ্মীরকে। বিপুল সংখ্যক আধাসেনা সেখানে পাঠানো হয়েছিল । একবছরে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। জঙ্গিরা এখন ব্যাকফুটে। এই আধাসেনাদের এখন একটু বিশ্রামের প্রয়োজন আছে বলে মনে করছে কেন্দ্র।
জম্মু-কাশ্মীরে বদলি হওয়ার আগে যেখানে ছিলেন, আপাতত সেখানেই ফের যোগ দিতে বলা হয়েছে জওয়ানদের। এর আগে গত মে মাসে আরও দশ কোম্পানি সিএপিএফ জওয়ানদের জম্মু-কাশ্মীর থেকে সরিয়ে নিয়েছিল কেন্দ্র।

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...
Exit mobile version