উপদ্রব নেই, তাই জঙ্গলমহল থেকে বাহিনী প্রত্যাহার করতে চলেছে কেন্দ্র

হাসি উড়িয়ে স্বাধীনতা দিবসেই জঙ্গলমহলে মাওবাদীদের পোস্টার দেখা গিয়েছে৷
তার মাঝেই জঙ্গলমহল থেকে বাহিনী তোলার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য যথারীতি আপত্তি জানিয়েছে৷

কেন্দ্রের বক্তব্য, বাংলায় এখন মাওবাদী উপদ্রব নেই। তাই রাজ্যের আপত্তিতে কেন্দ্র কর্ণপাত না-ও করতে পারে বলে মনে করা হচ্ছে৷ বাহিনী প্রত্যাহারের সময় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রশাসনিক তরফে৷

প্রশাসনিক সূত্রের দাবি, জঙ্গলমহলে প্রায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তার মধ্যে পুরুলিয়ায় এক কোম্পানি করে নাগা বাহিনী প্রত্যাহার করার বিষয়ে মনস্থির করেছে কেন্দ্র। তাদের যুক্তি, মাওবাদী অভিযান এখন না থাকায় সেখানে বাহিনী বসিয়ে রাখার প্রয়োজন নেই। রাজ্যের বক্তব্য, মাওবাদী দৌরাত্ম্য না থাকার যুক্তিতে বাহিনী প্রত্যাহার করে নিলে এলাকাগুলি পুরোপুরি অরক্ষিত হয়ে যাবে। অন্য রাজ্য থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মাওবাদীরা ঢুকেও পড়তে পারে। সেই দিক থেকে এই ভাবে কিছু কিছু করে বাহিনী প্রত্যাহার করা যুক্তিযুক্ত নয়।

দ্বিতীয় যুক্তি, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী বছর বিধানসভা নির্বাচন হবে। তার আগে জঙ্গলমহল এলাকা অরক্ষিত রাখলে আইনশৃঙ্খলার সমস্যা বাড়তে পারে। পুলিশ সূত্রের খবর, সেই কারণে বাহিনী প্রত্যাহার না করার আর্জি জানিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করছে রাজ্য।

Previous articleকরোনা মোকাবিলায় বাংলার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন নির্মল মাজি
Next articleলোভে আর ভয়ে দলবদলের হিড়িক! দিলীপের অভিযোগ উড়িয়ে পাল্টা দিলেন পার্থ