Sunday, November 9, 2025
কিশোর সাহা

লকডাউনে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের দুই ভাল্লুক-ভাল্লুকি ধ্রুব আর জেনিফারের কাণ্ডকারখানা দেখলে ভাল লাগতে পারে। দুজনেই শরীর ঠিক রাখার জন্য সকাল থেকে নানা কসরৎ করছে। অনেকে বলতে পারেন, ওয়ার্ক আউট করছে। জেনিফার যেমন সকাল থেকে কাঠের ডাম্বেল নিয়ে ব্যস্ত। সে নিজেকে ঠিক রাখতে নানা ভাবে ডাম্পেল নিয়ে কসরৎ করেছে।

ধ্রুবর ব্যাপারটাই আলাদা। সে সকাল থেকে নিজের গণ্ডিতে থাকা টায়ারের সঙ্গে কল্পিত যুদ্ধ করেছে। বেঙ্গল সাফারির কর্মীরা যাকে বলে থাকেন, ধ্রুবর ওয়ার্ক আউট! তবে লোকজন থাকলে, জনসমাগম দেখলে ধ্রুব সেই যে গুহায় গিয়ে সেঁধোবে তাকে বের করাই মুশকিল। খাবার দিয়ে বহু কষ্টে ডেকে বার করতে হয় সে সময়।

এখন লকডাউন বলেই ধ্রুব আর জেনিফারের নানা মজাদার কার্যককলাপ উঠে আসছে ক্যামেরায়। বেঙ্গল সাফারি পার্কে তরফে তা তুলে ধরা হচ্ছে সকলের সামনেই। সাফারির এক কর্তা জানান, পশুপাখিপ্রেমীরা এখন সাফারি পার্কে আসতে পারছেন না। তাতে কি! আমরা পশুপাখিদের দৈনন্দিন নানা কাণ্ডখারখানা আগ্রহীদের কাছে তুলে ধরতে চাই। ধ্রুব আর জেনিফারের নানা কার্যকলাপ দেখতে নিয়মিত ভিড় হয় বেঙ্গল সাফারিতে। দুজনেে মুডে থাকলে নানা মজাদার ঘটনা ঘটিয়ে দর্শকদের মনোরঞ্জন করে থাকে। মিষ্টি রোদ থাকলে মুখ হাঁ করে রোদে গড়াগড়ি করে শুয়ে থাকতে মজা পায় ওরা। সেই ছবি তুলতে দর্শকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।

এখন প্রায় ছমাস ধরে বেঙ্গল সাফারি বন্ধ। লোকজনের সমাগম না থাকায় সকাল থেকে সন্ধ্যা অবধি ধ্রুব আর জেনিফারকে দেখা যায় তাদের জন্য বরাদ্দ জায়গার খোলা অংশেই। ফলে, গোপন ভিডিও ক্যামেরায় তাদের কাণ্ড রেকর্ড হয়ে যায়। যা দেখে সকলেই মুগ্ধ হয়ে যান।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version