সুস্থ হওয়ার পথে দেশ, কোভিড আক্রান্তের হার ৮ শতাংশেরও কম

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে আশার আলো। ক্রমশই সুস্থ হওয়ার পথে ভারত। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় ৯ লক্ষেরও বেশি কোভিড টেস্ট করা হয়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড।

স্বস্তির খবর করোনা আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৮ শতাংশেরও নীচে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে ট্যুইট করে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এছাড়াও নতুন একটি স্লোগানে চলছে দেশ। স্লোগানটি হল টেস্ট, ট্র্যাক, ট্রিট ।

কোভিড টেস্টে রোগী চিহ্নিতকরণ ও চিকিৎসা-এই পরিকল্পনার জেরেই করোনা মোকাবিলা করা সহজ বলেই জানা যাচ্ছে। আপাতত কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা প্রতিদিন দশ লক্ষ কোভিড পরীক্ষার রেকর্ড ছোঁওয়া। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, “বেশিহারে এবং সময় মতো করোনা পরীক্ষায় ভারতে এখনও ৩ কোটিরও বেশি টেস্ট করা হয়েছে”। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশে মোট কোভিড টেস্টের সরকারি ল্যাবরেটরির সংখ্যা ১৪৭০, প্রাইভেট ল্যাবরেটরির সংখ্যা ৫০১।