Wednesday, November 5, 2025

গণেশ উৎসব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য, জানালো সুপ্রিম কোর্ট

Date:

মহামারি আবহে গণেশ চতুর্থী নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আদালত এ ব্যাপারে মাথা গলাবে না। এমনই জানালো সুপ্রিম কোর্ট।

শুক্রবার জৈন সম্প্রদায়ের এক ট্রাস্টের তরফে রুজু করা এক মামলার শুনানি হয় শীর্ষ আদালতে৷ জৈন সম্প্রদায়ের আর্জি ছিলো, তাদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলছে। এই উৎসবের শেষ দু’দিন বাইকুল্লা, দাদার ও চেম্বুরে জৈন মন্দির খুলে রাখার অনুমতি দেওয়া হোক৷
আদালত আর্জি মেনে দু’দিন মহারাষ্ট্রের তিনটি নির্দিষ্ট মন্দির খোলার নির্দেশ দিয়েছে৷ তবে একইসঙ্গে প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, এই নির্দেশ শুধুমাত্র উল্লেখিত ৩ মন্দিরের জন্যই সীমাবদ্ধ৷ একইসঙ্গে, হিন্দু মন্দিরও SOP মেনে খোলা যেতে পারে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত৷

এ প্রসঙ্গে প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, “এই রায় অন্য কোনও ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ শুধুমাত্র ৩টি মন্দিরের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্যত্র নয়”। প্রধান বিচারপতি বিশেষভাবে বলেছেন, “গণেশ চতুর্থীর জন্য মহারাষ্ট্র ও দেশের অন্যত্র ভিড়ের বিষয় এই মত প্রযোজ্য নয়।”

আদালত বলেছে, “গণেশ চতুর্থী নিয়ে সব রাজ্য সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না।”

জৈন সম্প্রদায়ের এক ট্রাস্টের তরফে দু’দিনের জন্য মন্দিরে দর্শনার্থীদের আসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে। মহারাষ্ট্র সরকার তাঁদের এই আবেদনের বিরোধিতা করেছিল। এদিনও শীর্ষ আদালতে মন্দির খোলার বিরোধিতা করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি মহামারি আবহে কোন কোন ধর্মীয় অনুষ্ঠান বাতিল হয়েছে, তার তালিকাও পেশ করেন। পুরীর রথযাত্রা পালনের উল্লেখ করে পালটা প্রধান বিচারপতি বলেন, “সামাজিক দূরত্ববিধি ও SOP মানলে, মন্দির-মসজিদ খোলা যেতেই পারে।”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version