NEET পিছতে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে চিঠি স্বামীর

আবার আসরে বিজেপি সাংসদ সুব্রাহ্মণিয়ম স্বামী। এবার তিনি NEET সহ অন্যান্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়ালকে অনুরোধ করলেন। তাঁর দাবি, পরীক্ষা পিছিয়ে দীপাবলীর পরে করা হোক। কারণ, সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে বললেও পরীক্ষার দিনক্ষণ সরকারের হাতেই ছেড়ে দিয়েছে। ফলে সরকার এই সিদ্ধান্ত নিলে পড়ুয়াদেরই সুবিধা। স্বামী চিঠি প্রধানমন্ত্রীকেও পাঠিয়েছেন বলে জানান।

Previous articleএক মাসের মধ্যে বাবরি ধ্বংসের রায় দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
Next articleতুফানগঞ্জের রাস্তায় ব্যারিকেড, ভাড়া না মেলায় বিক্ষোভে টোটো চালকরা