এবার অনলাইনে দুর্গাপুজো-প্রশিক্ষণ কলকাতায়

0
1

মহামারি পরিস্থিতিতে এবার কলকাতায় অনলাইনে দুর্গাপুজো সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে৷ টানা ৯ দিন চলবে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণের প্রধান উদ্যোক্তা সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা আকাদেমির অধ্যক্ষ ড: জয়ন্ত কুশারি এ খবর জানিয়ে বলেছেন, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ওই প্রশিক্ষণ। চলবে সন্ধে সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। জানানো হয়েছে, ১৯৮৯ সালে উত্তর কলকাতার কুমোরটুলির কাছে ঠাকুর রামকৃষ্ণদেবের কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়ির বৈঠকখানায় শুরু হয়েছিল প্রথম দুর্গাপুজো বিষয়ক এই প্রশিক্ষণ শিবির। পরে বিভিন্ন বনেদি বাড়ির ঠাকুর দালানে চলে এই প্রশিক্ষণ। যে দালানে সরাসরি মায়ের মূর্তি তৈরি হয়ে থাকে, একমাত্র সেখানেই মাকে সাক্ষী রেখে চলে এই প্রশিক্ষণ। প্রথম থেকেই চলে আসছে সেই একই রীতি। জয়ন্তবাবু জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই তিন দশক পর প্রথম এই নতুন অনলাইন ব্যবস্থা চালু করা হলো।