Thursday, August 21, 2025

নিজেদের চিনা সংস্থা বলতে রাজি নয় আইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন!

Date:

নিজেদের চিনা সংস্থা বলতে রাজি নয় চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন। বরং আইপিএল শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থা। সংস্থার এক কর্তা জানিয়েছেন, ভারতেই তাঁদের জন্ম এবং এখান থেকেই উত্থান। কে কী বলেছে সেদিকে কান না দিয়ে আপাতত তাঁরা আইপিএলের প্রস্তুতি নিতে ব্যস্ত।
ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ৭৩৬ কোটি টাকা মূল্যের ড্রিম ইলেভেন তৈরি হয়েছে ২০১২ সালে। হরিশ জৈন এবং ভাবিত শেঠের হাত ধরে পথ চলতে শুরু করা এই সংস্থা ভারতের প্রথম অনলাই ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। ভারতের একমাত্র গেমিং সংস্থা হিসেবে ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করেছে ড্রিম ইলেভেন। তবে স্টিডভিউ, কালারি ক্যাপিটাল, থিঙ্ক ইনভেস্টমেন্টস, মাল্টিপলস ইকুইটি এবং টেন্সেন্টের মতো চিনা ফার্ম ড্রিম ইলেভেনে বিনিয়োগ করে বলে জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার ১০ শতাংশ স্টেক কিনে বসে থাকা শেনজেনও যে চিনা সংস্থা, তা কারও অজানা নয় । ড্রিম ইলেভেনের ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার চিনা টেকনোলজি জায়ান্ট টেকনেটের হাতে রয়েছে বলেও সূত্রের খবর। সঙ্গত কারণেই বিসিসিআইয়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।
২২২ কোটি টাকার চুক্তিতে এবার আইপিএলের প্রধান স্পনসর হয়েছে এই সংস্থাটি। সেই সংস্থার মুখপাত্র বলেছেন, ”আমরা একেবারে ভারতীয় সংস্থা। ভারতের বাজারেই আমাদের বেড়ে ওঠা। আমাদের সংস্থায় ৪০০ জন ভারতীয় কাজ করে। এই সংস্থা সামলানোর গুরুদায়িত্বে রয়েছেন ভারতীয়রা। অকারণে আমাদের চিনের সংস্থা বলে রটানো হচ্ছে। আমাদের সংস্থায় বিনিয়োগকারীদের বেশিরভাগ ভারতীয়।
সবমিলিয়ে যা পরিস্থিতি, আমিরশাহিতে আইপিএল শুরুর আগে ড্রিম ইলেভেনের স্পনসরশিপ নিয়ে জোর জল্পনা ক্রিকেটমহলে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version