শহরে বন্ধ হতে চলেছে বামা লরির প্যাকেজিং ও সরঞ্জাম তৈরির কারখানা

কলকাতায় বন্ধ হতে চলেছে আরও একটি কারখানা। আগামী ১ সেপ্টেম্বর থেকে কলকাতায় তাদের প্যাকেজিংয়ের সরঞ্জাম তৈরির কারখানা বন্ধ করার কথা জানাল রাষ্ট্রায়ত্ত সংস্থা বামা লরি।

ওই কারখানার ৪০ জন স্থায়ী কর্মী কাজ হারাচ্ছেন। সংস্থার দাবি, ৪০ কর্মীর প্রত্যেকেই স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। কারখানার জমি শহরের বন্দরকে ফেরানো হবে। এই কারখানা বন্ধ হলে শহরের অন্য ব্যবসায় প্রভাব পড়বে না।

কারখানাটিতে শিল্পে ব্যবহৃত ব্যারেল তৈরি করা হত। এছাড়াও স্পেশালিটি লুব্রিক্যান্ট, কর্পোরেট ট্রাভেল এবং লজিস্টিক্স পরিষেবার সঙ্গে যুক্ত বামা লরি।

বামা লরির চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর প্রবাল বসু বলেন, “ কয়েক বছর ধরে বরাতের অভাবে কারখানাটি লোকসানে চলছিল। সেই কারণেই সংস্থার পরিচালন পর্ষদ সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি বন্ধ হলে সংস্থার লোকসান বছরে ৭-৮ কোটি টাকা কমবে।’’ এছাড়াও প্রবাল বসু বলেন, বামা লরির প্রধান ক্রেতা ছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কিন্তু কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, ওই সব সরঞ্জাম ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা থেকেই কিনবে তারা। এর ফলে ২০১২ সাল থেকে বরাত হারাতে শুরু করে এই সংস্থা।