Monday, May 5, 2025

ড্রাগ আসক্তি ছিল বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের! সরাসরি এই বিস্ফোরক অভিযোগ করলেন বান্ধবী রিয়া চক্রবর্তী। ইন্ডিয়া টুডে টিভির সাংবাদিক রাজদীপ সরদেশাইকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে রিয়া বলেন, একজন মানুষের মৃত্যুর পর এসব বলা হয়তো ঠিক নয়। বিশেষত যাকে আমি গভীরভাবে ভালবাসতাম। কিন্তু চারদিকে এখন যেসব সাংঘাতিক অভিযোগ উঠছে তার পরিপ্রেক্ষিতে সত্যি কথাটা বলার সময় এসেছে। এটা ঠিকই যে সুশান্ত ড্রাগ নিত। ওর মারজুয়ানা নেওয়ার অভ্যাস ছিল। আমি ওর এই মারজুয়ানা-আসক্তি ছাড়ানোর বহু চেষ্টা করেছি। কিন্তু সফল হইনি। কারণ সুশান্ত এমন একজন মানুষ ছিল যে নিজের শর্তে বাঁচত। নিজে সিদ্ধান্ত নিত। ও নিজে যা করবে মনে করত তাই করত। ওর যেমন বহুমুখী প্রতিভা ছিল, জীবন সম্পর্কে উচ্চস্তরের ভাবনা, স্বপ্ন ও পরিকল্পনা ছিল তেমনি ওর এই অভ্যাসও (মারজুয়ানা নেওয়ার) ছিল।

একইসঙ্গে রিয়া জানিয়েছেন, তিনি জীবনে কোনওদিন ড্রাগ নেননি, বরং সুশান্তর এই অভ্যাস ছাড়ানোর চেষ্টা করে গিয়েছেন। তবে রিয়া স্বীকার করেন, গোয়ার হোটেল ব্যবসায়ী ও ড্রাগ ডিলার হিসাবে নাম উঠে অাসা গৌরব আরিয়াকে তিনি চিনতেন। রিয়া বলেন, ওই ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছিল ঠিকই তবে কোনও ড্রাগের বিষয়ে নয়। এছাড়া ড্রাগ সম্পর্কে রিয়ার যেসব মেসেজ মিডিয়ায় ফাঁস হয়েছে তা নিয়ে তাঁর সাফাই, যেহেতু তদন্ত চলছে তাই মিডিয়ায় নয়, তদন্তকারী সংস্থার সামনেই আমি এর জবাব দেব। নারকোটিক কন্ট্রোল ব্যুরো, সিবিআই বা ইডিকে ড্রাগ সংক্রান্ত বিষয়ে প্রকৃত তথ্য জানাবেন বলে মন্তব্য সুশান্তের বান্ধবী ও তাঁর মৃত্যুকাণ্ডে প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তীর।

আরও পড়ুন- নিট-জয়েন্ট পিছনোর দাবিতে প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভ সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের

 

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version