Saturday, August 23, 2025

ড্রাগ আসক্তি ছিল বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের! সরাসরি এই বিস্ফোরক অভিযোগ করলেন বান্ধবী রিয়া চক্রবর্তী। ইন্ডিয়া টুডে টিভির সাংবাদিক রাজদীপ সরদেশাইকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে রিয়া বলেন, একজন মানুষের মৃত্যুর পর এসব বলা হয়তো ঠিক নয়। বিশেষত যাকে আমি গভীরভাবে ভালবাসতাম। কিন্তু চারদিকে এখন যেসব সাংঘাতিক অভিযোগ উঠছে তার পরিপ্রেক্ষিতে সত্যি কথাটা বলার সময় এসেছে। এটা ঠিকই যে সুশান্ত ড্রাগ নিত। ওর মারজুয়ানা নেওয়ার অভ্যাস ছিল। আমি ওর এই মারজুয়ানা-আসক্তি ছাড়ানোর বহু চেষ্টা করেছি। কিন্তু সফল হইনি। কারণ সুশান্ত এমন একজন মানুষ ছিল যে নিজের শর্তে বাঁচত। নিজে সিদ্ধান্ত নিত। ও নিজে যা করবে মনে করত তাই করত। ওর যেমন বহুমুখী প্রতিভা ছিল, জীবন সম্পর্কে উচ্চস্তরের ভাবনা, স্বপ্ন ও পরিকল্পনা ছিল তেমনি ওর এই অভ্যাসও (মারজুয়ানা নেওয়ার) ছিল।

একইসঙ্গে রিয়া জানিয়েছেন, তিনি জীবনে কোনওদিন ড্রাগ নেননি, বরং সুশান্তর এই অভ্যাস ছাড়ানোর চেষ্টা করে গিয়েছেন। তবে রিয়া স্বীকার করেন, গোয়ার হোটেল ব্যবসায়ী ও ড্রাগ ডিলার হিসাবে নাম উঠে অাসা গৌরব আরিয়াকে তিনি চিনতেন। রিয়া বলেন, ওই ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছিল ঠিকই তবে কোনও ড্রাগের বিষয়ে নয়। এছাড়া ড্রাগ সম্পর্কে রিয়ার যেসব মেসেজ মিডিয়ায় ফাঁস হয়েছে তা নিয়ে তাঁর সাফাই, যেহেতু তদন্ত চলছে তাই মিডিয়ায় নয়, তদন্তকারী সংস্থার সামনেই আমি এর জবাব দেব। নারকোটিক কন্ট্রোল ব্যুরো, সিবিআই বা ইডিকে ড্রাগ সংক্রান্ত বিষয়ে প্রকৃত তথ্য জানাবেন বলে মন্তব্য সুশান্তের বান্ধবী ও তাঁর মৃত্যুকাণ্ডে প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তীর।

আরও পড়ুন- নিট-জয়েন্ট পিছনোর দাবিতে প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভ সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version