Monday, May 5, 2025

চালু হচ্ছে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক, নেতৃত্বে বাংলার কৃতি চিকিৎসক

Date:

রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে চালু হলো ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক। আগামী ৫ সেপ্টেম্বর কলকাতা মেডিকেল কলেজে এই ক্লিনিক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। জেনারেল সার্জারি বিভাগের অন্তর্গত ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি বিভাগ কাজ করবে। যার মূল দায়িত্বে থাকবেন সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. ধৃতিমান মৈত্র।

ডা. ধৃতিমান মৈত্র বলেন, বেসরকারিভাবে ব্রেস্ট বা এন্ডোক্রিন সংক্রান্ত চিকিৎসা হলেও কোনও সরকারি হাসপাতালে ক্লিনিক এই প্রথম। এই ক্লিনিকে থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াসের এন্ডোক্রিন টিউমার , খাদ্যনালীতে এন্ডোক্রিন টিউমারের সার্জারি করা হবে। পাশাপাশি শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারের অপারেশন নয়, স্তনের যাবতীয় সমস্যার চিকিৎসা করা হবে এই ক্লিনিকে। এতদিন পর্যন্ত এই সব ক্ষেত্রে এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টকে সাহায্য করার সুযোগ ছিল না। নতুন ক্লিনিকের মাধ্যমে চিকিৎসার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের সাহায্য করা সম্ভব হবে।

প্রসঙ্গত, এই রাজ্যে ডা. ধৃতিমান মৈত্র প্রথম চিকিৎসক যিনি ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারির বিশেষ ডিগ্রি অর্জন করেছেন। ২০১৭ সালে রাজ্য সরকারের অনুমোদন পেয়ে দিল্লির এইমসে পড়তে যান তিনি। ২০২০ সালে সংশ্লিষ্ট বিষয়ে পড়া শেষে গোল্ড মেডেল পান তিনি। কলকাতায় ফিরে নতুন ক্লিনিকের দায়িত্ব পেলেন তিনি। ২০১৫ সালে যে ব্রেস্ট ক্লিনিক শুরু করা হয় সেটাকেই নবরূপে সাজাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকে উন্নীত করা হচ্ছে।

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version