Wednesday, November 12, 2025

বিক্ষুব্ধদের ‘নজরবন্দি’ রাখতে সংসদে বিশেষ কমিটি গঠন সোনিয়ার

Date:

এক সপ্তাহও কাটেনি, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক তোলপাড় হয়েছে নেতৃত্বের প্রশ্নে দলের শীর্ষ স্তরের ২৩ জন নেতার চিঠিকে কেন্দ্র করে। এবার তার পাল্টা বিক্ষুব্ধদের ‘নজরবন্দি’ রাখতে সংসদের দুই কক্ষে কমিটি গঠন করলেন সোনিয়া গান্ধী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের সভাপতি নির্বাচন চেয়ে সরব তথাকথিত বিক্ষুব্ধ নেতারাই এই কমিটি গঠনের লক্ষ্য। রাজ্যসভা নিয়েই উদ্বেগ বেশি কংগ্রেস হাইকমান্ডের। কারণ রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা গুলাম নবি আজাদ এবং সহকারী দলনেতা আনন্দ শর্মা দুজনেই সেই বিস্ফোরক চিঠির স্বাক্ষরকারী। রাজ্যসভায় কেউ যাতে বেফাঁস কিছু না বলেন বা ইচ্ছেমত পদক্ষেপ না নেন তা দেখার দায়িত্ব দিয়ে কমিটি গঠন করেছেন সোনিয়া। এই কমিটির নেতৃত্বে আছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ। তাৎপর্যপূর্ণভাবে, রাজ্যসভায় দলের বক্তারা কী কী বিষয়ে বলবেন তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে আহমেদ প্যাটেল ও কেসি ভেনুগোপালকে। বিজেপির বিরুদ্ধে আক্রমণ বাড়াতে এবং কেউ যাতে বেফাঁস কিছু না বলেন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে সরাসরি গুলাম নবি আজাদ ও আনন্দ শর্মার বিরুদ্ধে অনাস্থা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। রাজ্যসভার মত লোকসভাতেও শশী থারুর ও মনীশ তেওয়ারির মত নেতাদের চাপে রাখতে গৌরব গগৈ ও মনবীত সিং বিট্টুর মত রাহুল ঘনিষ্ঠ নবীন নেতাদের দায়িত্ব দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version