Tuesday, August 26, 2025

৮ থেকে ১২ জুন কী হয়েছিল জানতে কাল সুশান্তর দিদি মিতুকে তলব সিবিআইয়ের

Date:

সুশান্ত সিং রাজপুত মৃত্যু-তদন্তে আগামীকাল সোমবার প্রয়াত অভিনেতার দিদি মিতু সিংকে তলব করল সিবিআই। মৃত্যুর আগে ৮ থেকে ১২ জুন সুশান্তর বান্দ্রার ফ্ল্যাটে ঠিক কী হয়েছিল তা জানতেই দিদি মিতুকে কাল ডেকেছে সিবিআই। রবিবারও টানা আট ঘণ্টা সুশান্তর বান্ধবী রিয়াকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে পরপর তিনদিন সিবিআইয়ের জেরার মুখে পড়লেন তিনি। গত ৮ জুন সুশান্তর ফ্ল্যাট ছেড়ে চলে যান রিয়া। সেদিনই সুশান্তর ফ্ল্যাটে আসেন তাঁর দিদি মিতু সিং। অভিনেতার এই দিদি থাকেন মহারাষ্ট্রের গোরেগাঁওতে। সুশান্তর সঙ্গে তিনি ছিলেন ৮ থেকে ১২ জুন পর্যন্ত। তারপর তিনি নিজের বাড়ি ফিরে যান। এই সময়ের মধ্যে সুশান্তর শারীরিক ও মানসিক অবস্থা কেমন ছিল, তাঁর সঙ্গে অভিনেতার কী কী বিষয়ে কথা হয়েছিল, তিনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন কিনা এসবই জানতে চাইবে সিবিআই। একইসঙ্গে রিয়ার বিরুদ্ধে তাঁদের অভিযোগের ভিত্তি কী, তাও জানতে চাওয়া হবে। সিবিআই সূত্রে খবর, সুশান্তর আরেক দিদি প্রিয়াঙ্কা ও তাঁর স্বামীকেও তলব করা হবে। কারণ এই প্রিয়াঙ্কার বিরুদ্ধেই আগে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন রিয়া। এদিকে আগামীকাল ইডি তলব করেছে গোয়ার হোটেল ব্যবসায়ী ও অভিযুক্ত ড্রাগ পাচারকারী গৌরব আরিয়াকে। রিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ এবং সুশান্তকে নিষিদ্ধ ড্রাগ পাচার ও অর্থের আদানপ্রদানের বিষয় নিয়ে জেরা করা হবে এই ব্যক্তিকে।

 

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version