Tuesday, November 4, 2025

সক্রিয় মৌসুমী অক্ষরেখা, কয়েকটি জেলায় মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি

Date:

নিম্নচাপ বিদায় নিতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গবাসী। আদ্রর্তা জনিত অস্বস্তিতে একপ্রকার নাজেহাল অবস্থা। আবার বৃষ্টির আশায় যখন চাতকের মতো চেয়ে আছে দক্ষিণবঙ্গের মানুষ তখনই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। সক্রিয় মৌসুমী অক্ষরেখা প্রভাবে উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একেবারে নিরাশ হওয়ার কারণ নেই কারণ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং পূবালী হাওয়ার প্রভাবেই মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে , রবিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির পার্বত্য এলাকায়। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সর্তকতাথাকছে৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হতে পারে। মঙ্গলবারও ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুর এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি  হতে পারে আগামী ৪৮ ঘণ্টায়। মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে।

রবিবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, সুস্পষ্ট একটি নিম্নচাপ পশ্চিম মধ্য প্রদেশ ও পূর্ব রাজস্থানে অবস্থান করছে। এই নিম্নচাপের সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

মৌসুমী অক্ষরেখা বিকানির থেকে সুস্পষ্ট নিম্নচাপের মধ্যে দিয়ে ঝাঁসি, জামশেদপুর, বালাসোর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

 

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version