Wednesday, August 27, 2025

JEE-NEET-এর ভবিষ্যৎ কী,দেশের শীর্ষ আদালতে তা স্থির হতে পারে আজ, সোমবার৷
একদিকে, পরীক্ষার্থী, তাদের অভিভাবক তথা পরীক্ষা গ্রহণের সঙ্গে যুক্তদের সংক্রমণের আশঙ্কায় দুশ্চিন্তা, অন্যদিকে সুষ্ঠুভাবে ওই পরীক্ষা শুরু করতে কেন্দ্রের মরিয়া ভাব। আর এই দুই রাজার লড়াইয়ে প্রাণ যাচ্ছে পরীক্ষার্থীদের।
হাজারো বিতর্ক মাথায় নিয়ে ঘোষিত নির্ঘন্ট অনুসারে আগামীকাল, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা JEE (Main) পরীক্ষা। ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। ইচ্ছুক পরীক্ষার্থীদের ফিনিশিং- টাচ পর্ব চলছে৷ তার মাঝেই লাখ টাকার প্রশ্ন,
পরীক্ষা কি আদৌ হবে?
সুপ্রিম কোর্ট সূত্রের খবর,

মহামারি আবহে পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়ে পশ্চিমবঙ্গ-সহ ৬ টি অ-বিজেপি সরকার নিয়ন্ত্রিত রাজ্য শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে৷ এই পিটিশনের দ্রুত শুনানির জন্য আজ, সোমবার শীর্ষ আদালতে আবেদন করা হবে। আজই সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল৷ এর কারণ মোটামুটি দু’টি,

প্রথমত, আগামীকাল মঙ্গলবার থেকেই JEE শুরু। সুতরাং আজই সিদ্ধান্ত না হলে ওই পিটিশন মূল্যহীন৷

দ্বিতীয়ত, আগামী ২ সেপ্টেম্বর অবসর নেবেন বিচারপতি অরুণ মিশ্র। তাঁর নেতৃত্বাধীন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, পরীক্ষা নিতে হবে। সাধারণত, যে বেঞ্চ মূল মামলার রায় ঘোষণা করে, সেই বেঞ্চেই রিভিউ পিটিশনের শুনানি হয়। সুতরাং ধরে নেওয়াই যায়, এই দু’কারনেই ওই রিভিউ পিটিশনের শুনানি আজই হতে পারে৷
ইতিমধ্যেই ২ বার JEE- NEET পরীক্ষা পিছিয়েছে। প্রথমে এপ্রিল এবং তারপর জুলাই মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা NTA-র ডিজি বিনীত যোশি বলেছেন,

◾পরীক্ষাকেন্দ্রের সংখ্যা এবং শিফট বাড়ানো হয়েছে।

◾গতবার ৫৭০টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিলে। এবার করা হয়েছে ৬৬০টি কেন্দ্র।

◾শিফট ৮ থেকে বাড়িয়ে ১২টি করা হয়েছে।

◾আগে পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষে ২৪ জন বসতেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার ১২ জন করে বসবেন।

◾প্রতিটি শিফটে পরীক্ষার মধ্যে অন্তর থাকবে আধ ঘণ্টার।

◾ওই সময়ে পরীক্ষাকেন্দ্র স্যানিটাইজ করা হবে।

ওদিকে, কংগ্রেসের অভিষেক মনু সিংভি এই মামলায় রাজ্যগুলির হয়ে সওয়াল করবেন। সিংভি বলেছেন, পরীক্ষার্থীদের দ্রুত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার হার দেখে কেন্দ্র যে আগ্রহের তত্ত্ব দিচ্ছেন, তা মোটেই গ্রহণযোগ্য নয়। পরীক্ষাকেন্দ্রে গিয়ে যদি কেউ সংক্রামিত হন, তার দায় কি কেন্দ্র নেবে?

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version