রত্ন হারালো ভারত, রবি ঠাকুরের গানে পিতৃ প্রণাম শর্মিষ্ঠার

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মহাপ্রয়াণ ঘটলো
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। গোটা দেশকে
শোকস্তব্ধ করে চলে গেলেন ভারতরত্ন। দেশ হারালো রত্নকে। আর বাবার প্রয়াণে কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তাঁকে শেষ বিদায় জানালেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানে।

বাবার প্রিয় কবির গানের একটি লাইন তুলে ধরে টুইটে প্রণবকন্যা লিখলেন, “সবারে আমি প্রনাম করে যাই।” রবীন্দ্রনাথের এই গানেরই একটি অংশে রয়েছে, “প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি, পড়েছে ডাক চলেছি আমি তাই- সবারে আমি প্রণাম করে যাই”

টুইটে শর্মিষ্ঠাদেবী আরও লিখেছেন, “তুমি তোমার সারাটা জীবন দেশের সেবায় কাটিয়েছ। তোমার মেয়ে হিসেবে আমি ধন্য।”

Previous article“নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করেছিলেন”, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা অমিত শাহের
Next articleপল্টু ছিল ধীর, স্থির, শান্ত পড়ুয়া: স্মৃতিচারণ কলেজের সহপাঠীর