Saturday, May 17, 2025

আর্থিক দুর্নীতি ইস্যুতে গান্ধী পরিবারের বিরুদ্ধে এবার নতুন পদক্ষেপ করতে চলেছে মোদি সরকার। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর তিনটি ট্রাস্টের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যে অমিত শাহের মন্ত্রক তদন্তের জন্য একটি কমিটিও তৈরি করেছে। গান্ধী পরিবার দ্বারা পরিচালিত রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে ওই কমিটি। এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র জানান, জাকির নায়েক, মেহুল চোকসি, রানা কাপুরের মত বিভিন্ন বিতর্কিত ব্যক্তির থেকে অনুদান নিয়েছে রাজীব গান্ধী ফাউন্ডেশন। এই ঘটনা আদৌ কাকতালীয় নয়। বরং কংগ্রেস জমানায় এইসব অনুদানের ভিত্তিতে এইসব ব্যক্তিদের পরিচালনাধীন সংস্থাগুলিকে বিভিন্ন অনৈতিক সুযোগসুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। বিজেপি মুখপাত্র জানান, উগ্র উসকানিমূলক ইসলামিক ধর্ম প্রচারক জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিল রাজীব গান্ধী ফাউন্ডেশনকে, যা কংগ্রেসের দ্বারা পরিচালিত হয়৷ ডিসিবি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অনুদানটি আসে ২০১১ সালের ৮ জুলাই। এই অ্যাকাউন্টটি এখন বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, রাজীব গান্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। পাত্র আরও জানান, পলাতক ঋণখেলাপি ব্যবসায়ী মেহুল চোকসি ও তাঁর ছেলের সংস্থা গীতাঞ্জলি ইনফ্রাটেক ও নবিরাজ এস্টেট প্রাইভেট লিমিটেড থেকে যথাক্রমে ২৪.৪৫ লক্ষ ও ৪৭.৪৮ লক্ষ টাকা জমা পড়ে রাজীব গান্ধী ফাউন্ডেশনে। একইভাবে ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন আর্থিক দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি ও ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কাপুর। গান্ধী পরিবারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা সংস্থার সঙ্গে এইসব বিতর্কিত ব্যক্তিদের যোগাযোগ এবার খতিয়ে দেখতে চলেছে কেন্দ্র।

 

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version