Wednesday, November 5, 2025

কেন্দ্রের জারি করা গাইডলাইন মেনেই রাজ্যে চলবে মেট্রো

Date:

৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চলবে।আনলক ফোর শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে শর্তসাপেক্ষে মেট্রো চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে বুধবার বিশেষ গাইডলাইন জারি করল কেন্দ্র।
১) ৭ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করবে একাধিক লাইন আছে এমন মেট্রো। এরপর ১২ সেপ্টেম্বরের মধ্যে সবকটি লাইন চালু হবে।

২) কন্টেইনমেন্ট জোনে এন্ট্রি ও এক্সিট গেট বন্ধ রাখার করা নির্দেশিকা দেওয়া হয়েছে।

৩) মেট্রো স্টেশনে এবং ট্রেনে মার্কিং করা থাকবে। সেই মার্কিং এর মধ্যেই দাঁড়াতে হবে যাত্রীদের। সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে।

৪) মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁদের মাস্ক নেই তাঁদের জন্য অর্থের বিনিময়ে মেট্রো কর্তৃপক্ষ মাস্ক দেওয়ার ব্যবস্থা করবে।

৫) প্রবেশ দ্বারে থার্মাল স্ক্রিনিং করা হবে। এবং শুধু উপসর্গহীন যাত্রীরাই মেট্রোতে যাতায়াত করতে পারবেন।

৬) কারও অসুস্থতা ধরা পড়লে তাঁকে নিয়ে যেতে হবে স্থানীয় কোভিড সেন্টারে।

৭) প্রবেশ দ্বারে স্যানিটাইজ করা হবে। স্টেশন ও ট্রেনের সমস্ত অংশে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে।

৮) স্মার্টকার্ড ও ক্যাশলেস যাত্রার অনুমতি দেওয়া হবে। এছাড়াও টোকেন, পেপার স্লিপ বা টিকিট ব্যবহার হলে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে।

৯) স্টেশনে মেট্রো যথেষ্ট সময় দাঁড়াবে। কারণ যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে ট্রেন থেকে ওঠা নামা করা যায়।

১০) এসি সঠিক নিয়ম মেনে চালাতে হবে। যথেষ্ট পরিমাণে বাইরের বাতাস প্রবেশ করে এটি খেয়াল রাখতে হবে।

১১) এই তথ্যগুলি যাতে কর্মী এবং যাত্রীদের কাছে পৌঁছে যায় তার জন্য পোস্টার, ব্যানার, হোর্ডিং ব্যবহার করতে হবে।

১২) স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষকে সরাসরি যোগাযোগ রাখতে হবে।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version