Wednesday, August 20, 2025

৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চলবে।আনলক ফোর শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে শর্তসাপেক্ষে মেট্রো চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে বুধবার বিশেষ গাইডলাইন জারি করল কেন্দ্র।
১) ৭ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করবে একাধিক লাইন আছে এমন মেট্রো। এরপর ১২ সেপ্টেম্বরের মধ্যে সবকটি লাইন চালু হবে।

২) কন্টেইনমেন্ট জোনে এন্ট্রি ও এক্সিট গেট বন্ধ রাখার করা নির্দেশিকা দেওয়া হয়েছে।

৩) মেট্রো স্টেশনে এবং ট্রেনে মার্কিং করা থাকবে। সেই মার্কিং এর মধ্যেই দাঁড়াতে হবে যাত্রীদের। সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে।

৪) মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁদের মাস্ক নেই তাঁদের জন্য অর্থের বিনিময়ে মেট্রো কর্তৃপক্ষ মাস্ক দেওয়ার ব্যবস্থা করবে।

৫) প্রবেশ দ্বারে থার্মাল স্ক্রিনিং করা হবে। এবং শুধু উপসর্গহীন যাত্রীরাই মেট্রোতে যাতায়াত করতে পারবেন।

৬) কারও অসুস্থতা ধরা পড়লে তাঁকে নিয়ে যেতে হবে স্থানীয় কোভিড সেন্টারে।

৭) প্রবেশ দ্বারে স্যানিটাইজ করা হবে। স্টেশন ও ট্রেনের সমস্ত অংশে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে।

৮) স্মার্টকার্ড ও ক্যাশলেস যাত্রার অনুমতি দেওয়া হবে। এছাড়াও টোকেন, পেপার স্লিপ বা টিকিট ব্যবহার হলে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে।

৯) স্টেশনে মেট্রো যথেষ্ট সময় দাঁড়াবে। কারণ যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে ট্রেন থেকে ওঠা নামা করা যায়।

১০) এসি সঠিক নিয়ম মেনে চালাতে হবে। যথেষ্ট পরিমাণে বাইরের বাতাস প্রবেশ করে এটি খেয়াল রাখতে হবে।

১১) এই তথ্যগুলি যাতে কর্মী এবং যাত্রীদের কাছে পৌঁছে যায় তার জন্য পোস্টার, ব্যানার, হোর্ডিং ব্যবহার করতে হবে।

১২) স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষকে সরাসরি যোগাযোগ রাখতে হবে।

 

Related articles

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...
Exit mobile version