লোকনাথ বাবার আশ্রম চত্বর সংস্কারের উদ্যোগ রাজ্যের, ১০ কোটি টাকার টেন্ডার ঘোষণা

মহামারি পরিস্থিতিতে চরম অর্থ সংকটের মধ্যে রয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সেই কথা জানিয়েছেন। জিএসটি বাবদ ক্ষতিপূরণের টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি। কিন্তু ভাঁড়ারে টান পড়লেও কচুয়া ও চাকলায় লোকনাথ বাবার আশ্রম সংস্কারের উদ্যোগ নিল রাজ্য। প্রায় ১০ কোটি টাকার টেন্ডার ঘোষণা করেছে পূর্ত দফতর।

ওই টেন্ডারে বলা হয়েছে, কচুয়া ও চাকলায় ট্যুরিজম সার্কিটের উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তাই দরপত্র ডাকা হচ্ছে। আর্কেড নির্মাণ সহ পুকুর পারের সংস্কার, পুলিশ বুথ, মন্দিরের সৌন্দর্যায়ন, শৌচালয় ব্লক ও গেটওয়ে নির্মাণের জন্য ৮ কোটি ৩৩ লক্ষ টাকার দরপত্রের ডাকা হয়েছে। একই সঙ্গে গেস্ট হাউজ সংস্কার সহ অন্যান্য কাজের জন্য আরও ১ কোটি ১৯ লক্ষ টাকার দরপত্রটি ডাকা হয়েছে।

কচুয়া ও চাকলায় গোটা বাংলা থেকে দর্শনার্থীরা যান। লোকনাথ বাবার শিষ্য ও অনুগামীরা গোটা রাজ্যে ছড়িয়ে রয়েছেন। মহামারি আবহে খুলছে অনেক মন্দির, মসজিদ। কিন্তু এই সময় নেই দর্শনার্থীদের চাপ। অনেকের ধারণা, তাই সংস্কারের জন্য এটাই উপযুক্ত সময়।