Wednesday, November 12, 2025

সুশান্তের ফ্ল্যাটে সিবিআই টিম, সঙ্গে এইমসের তিন চিকিৎসক

Date:

শনিবার ফের সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটে গেলেন সিবিআই এর তদন্তকারী অফিসাররা। তাঁদের সঙ্গে রয়েছেন এইমসের তিন বিশেষজ্ঞ চিকিৎসক। সূত্রের খবর, প্রয়াত অভিনেতার ফ্ল্যাটে ফরেনসিক পরীক্ষা করবে সিবিআই ও চিকিৎসকদের যৌথ টিম। এর আগেও একাধিকবার বান্দ্রার এই ফ্ল্যাটে তদন্তের জন্য এসেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। এইমসের ফরেনসিক সায়েন্স বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্তাও মুম্বই এসে তদন্ত করে একদফা রিপোর্ট পেশ করেছেন।

অন্যদিকে, সুশান্তকাণ্ডে শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার বেলায় মুম্বইয়ের আদালতে তোলা হয়েছে শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে। এনসিবি তাদের ছয় থেকে আটদিনের হেফাজত চাইবে বলে জানা যাচ্ছে। শৌভিকের হয়ে আদালতে লড়ছেন আইনজীবী সতীশ মানশিন্ডে। অন্যদিকে স্যামুয়েলের আইনজীবী হলেন সুবোধ দেশাই।

আরও পড়ুন : সুশান্ত কাণ্ডে ধৃত আরও দুই মাদক পাচারকারী

এদিকে সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে রোজই নতুন নতুন মোড়। বড় হয়ে উঠেছে বলিউডের লাগামছাড়া মাদক ব্যবহারের অভিযোগ। মাদকযোগে গ্রেফতার হয়েছেন সুশান্তের বান্ধবী রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। একই অভিযোগে গ্রেফতার সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা।শুক্রবার বাড়ি তল্লাশি ও দীর্ঘ জেরার পর শৌভিক ও স্যামুয়েলকে গ্রেফতার করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। স্যামুয়েল জানিয়েছেন, তিনি সুশান্তর জন্যই নিয়মিত মাদক কিনতেন। কারণ প্রয়াত অভিনেতার নিয়মিত মাদক সেবনের অভ্যাস ছিল।

রবিবার রিয়াকে জেরার জন্য ডেকেছে এনসিবি। তাঁর বিরুদ্ধেও মাদক যোগের গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গিয়েছে। এনসিবি রিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। এনসিবি সূত্রে খবর, রিয়া নিয়মিত মাদক কিনতেন ও ব্যবহার করতেন বলে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে তাদের হাতে। প্রশ্ন, এবার কি তাহলে গ্রেফতারের মুখে রিয়াও? সূত্রের খবর, সুশান্তর প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি তদন্তকারীদের জানিয়েছেন, সুশান্ত, রিয়া দুজনেই নিয়মিত নিষিদ্ধ মাদক ব্যবহার করতেন। বলিউডের প্রভাবশালী বৃত্তেও আকছারই মাদক ব্যবহার হয়। রিয়া নিজে একাধিক সংবাদমাধ্যমে দাবি করেছিলেন যে তিনি কোনও নিষিদ্ধ ড্রাগ কোনওদিন ব্যবহার করেননি। প্রয়োজনে পরীক্ষা দিতেও রাজি বলে জানিয়েছিলেন সুশান্তের বান্ধবী। কিন্তু তদন্তকারীদের বক্তব্য, রিয়া নিজেও মাদক ব্যবহার করতেন। অন্তত এখনও পর্যন্ত বিভিন্ন তথ্যপ্রমাণ সেদিকেই ইঙ্গিত করছে।

আরও পড়ুন : আদালতে তোলা হল সৌভিক ও স্যামুয়েলকে, এনসিবির নজরে রিয়া

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version