Monday, August 25, 2025

এক ইঞ্চি জমি ছাড়ব না, চিনের হুঙ্কারের পর পাল্টা দিল ভারতও

Date:

আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না বলে চিন চোখ রাঙানোর চেষ্টা করতেই দেরি করেনি ভারত। সঙ্গে সঙ্গে চিনের হুঙ্কারের পাল্টা জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখা ভারতের অগ্রাধিকার। কেউ গায়ের জোরে তা নষ্ট করতে এলে যোগ্য জবাব পাবে। বস্তুত, চিনের বিবৃতি প্রকাশের পরপরই ভারতের কড়া মনোভাবে স্পষ্ট, সীমান্তে উত্তেজনা থাকলেও চিন যদি একতরফা গাজোয়ারি দেখায় তাহলে ভারত ‘নীরব দর্শক’ হয়ে থাকবে না।

প্রসঙ্গত, মস্কোয় চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দৃঢ়ভাবে বলেছেন, সীমান্তে শান্তি ফেরানোর জন্য সবার আগে পারস্পরিক বিশ্বাস ও আস্থার সম্পর্ক তৈরি করা জরুরি। বিশ্বাস ছাড়া শান্তির কথা অর্থহীন। চিনের চিরাচরিত বিশ্বাসভঙ্গের ট্র্যাক রেকর্ডকে ইঙ্গিত করেই যে রাজনাথ একথা বলেছেন তা বুঝতে অসুবিধা হয়নি তাদেরও। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর খোঁচা খেয়েই গরম বিবৃতি জারি করে চিন। সঙ্গে সঙ্গে তার পাল্টা দিতে সময় খরচ করেনি ভারতও।

আরও পড়ুন- ভেজাল তেলের “গন্ধ” পেয়ে অর্জুন সিংয়ের পেট্রোল পাম্পে আচমকা হানা ইবি’র

মস্কোর বৈঠকের পর সরকারি বিবৃতি জারি করে বেজিং বলেছে, চিন-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণ ও বাস্তবতা খুবই স্পষ্ট। এই উত্তেজনা সৃষ্টি, জিইয়ে রাখা ও বাড়িয়ে তোলার জন্য ভারতই পুরোপুরি ভাবে দায়ী। এক ইঞ্চি জমিও ছাড়বে না চিন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও অখণ্ডতা বজায় রাখতে চিনের সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ, সক্ষম ও আত্মবিশ্বাসী।

চিনা সরকারের এই বিবৃতির পর মুখে কুলুপ এঁটে বসে থাকেনি ভারতও। প্রতিরক্ষামন্ত্রকের তরফে পাল্টা একটি বিবৃতিতে বলা হয়েছে, বিপুল সেনা সমাবেশ, নিয়ম লঙ্ঘন করে আগ্রাসী মনোভাব ও স্থিতাবস্থা ভেঙে দেওয়ার ব্যাপারে চিনের তৎপরতা দ্বিপাক্ষিক চুক্তির শর্তগুলি পুরোপুরি লঙ্ঘন করছে। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও অখণ্ডতা বজায় রাখতে ভারতও বদ্ধপরিকর।

আরও পড়ুন- এবার কোলাঘাটে ব্যাপক ধস বিজেপিতে, দলে দলে যোগদান তৃণমূলে

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version