Wednesday, November 12, 2025

একসময় তিনিও ছিলেন অনেকের হার্টথ্রব। তবে এখন বয়েস হয়েছে তাঁর। দিলীপ কুমার। বলিউড অভিনেতা এখন বার্ধক্যের ভারে জর্জরিত।নানা রকমের অসুখ। বছর ৯৭ এর দিলীপকে ভীষণ আগলে রাখেন স্ত্রী সায়রা বানু। তাই মানুষটি জানতেই পারনেননি গত ১৫ দিনে তাঁর দুই ভাই এহশান খান ও আসলাম খান মারা গিয়েছেন।করোনা কেড়েছে তাঁর দুই ভাইকে। বুধবার লীলাবতী হাসপাতালে মারা যান এহশান। বয়স হয়েছিল ৯০। ২১ অগস্ট মারা গিয়েছিলেন তাঁদের ছোট ভাই আসলাম খান।

আরও পড়ুন: সুশান্তের ফ্ল্যাটে সিবিআই টিম, সঙ্গে এইমসের তিন চিকিৎসক

তাঁর স্ত্রী সায়রা বানু জানান, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই দিলীপ কুমার ভাইদের মৃত্যু সংবাদ জানাতে পারেননি তিনি। কারণ, এ কথা জানলে তিনি ভেঙে পড়তেন।পরিবার চায়, শেষ বয়েসে খুশি থাকুন দিলীপ কুমার। তাই কোনও খারাপ খবরই যাতে তাঁর কান পর্যন্ত না যায় সে চেষ্টা করেন। এমনকী কয়েকদিন আগে অমিতাভ বচ্চন যে করোনা আক্রান্ত হয়েছিলেন সে কথাও প্রবীণ অভিনেতাকে জানানো হয়নি।

মহম্মদ ইউসুফ খান মুম্বইয়ের ফিল্ম জগতে পরিচিত হন দিলীপ কুমার নামে। মুঘলে আজম, গঙ্গা-যমুনা, রাম অর শ্যাম-সহ অসংখ্য ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন দিলীপ কুমার।ট্র্যাজেডি কিং নামেই খ্যাত ছিলেন তিনি। পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। ভারত সরকার ১৯৯১ সালে তাঁকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে।

করোনা পরিস্থিতিতে লকডাউন শুরু হতেই স্বামীকে নিয়ে আইসোলেশনে সায়রা বানু। খুব যত্নে তাঁকে আগলে রেখেছেন অভিনেতার অভিনেত্রী স্ত্রী। স্বামীর কথা ভেবেই মৃত্যু সংবাদও তাঁকে দিতে চান না।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version