প্রয়াত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অ্যানি জন

প্রয়াত বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. অ্যানি জন। ৯৯ বছর বয়সে জীবনাবসান হলো তাঁর। নিজের মায়ের সন্তানের প্রসব করিয়েছিলেন। মায়ের ১১তম সন্তানের জন্ম অ্যানির হাত ধরেই। কেরালার ত্রিশূরের চালাকুড্ডিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যানি।

এরনাকুলাম জেলার ভেপিনে জন্ম বিখ্যাত এই চিকিৎসকের। বাবা আব্রাহাম এবং মা চার্চির প্রথম সন্তান অ্যানি। রাম বর্মা ইউনিয়ন হাই স্কুলে পড়তেন তিনি। স্কুলের পাঠ শেষ করে মহারাজা কলেজে ভর্তি হন। এরপর স্ট্যানলি মেডিক্যাল কলেজে লেখাপড়া করেন। অ্যানির জন্মের সময় তাঁর মা চার্চির বয়স মাত্র ১৬ বছর। চার্চি তাঁর শেষ সন্তানের জন্ম দেন তাঁর ৪৬ বছর বয়সে।

১৯৫৬ সালে ডা. ওসি জনের সঙ্গে অ্যানির বিয়ে হয়। দুজনেই সেই সময় এরনাকুলাম জেলা হাসপাতালের চিকিৎসক। দীর্ঘদিন ওই হাসপাতালে মানুষের সেবা করেন তাঁরা। এরপর চালাকুডি এলাকায় নিজেদের হাসপাতাল তৈরি করেন দম্পতি। উদ্দেশ্য ছিল, কম খরচে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। জীবনের বেশিরভাগ সময়টাই মানুষের সঙ্গে দিয়েছিলেন চিকিৎসক দম্পতি। সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেয়েদের অ্যানি বিনামূল্যে নার্সিং ট্রেনিং দিতে শুরু করেন। এমনকী অ্যানির জীবন কাহিনী ফুটে উঠেছে রুপোলি পর্দাতেও।

আরও পড়ুন : জাতীয় শিক্ষানীতি নিয়ে রাষ্ট্রপতির নেতৃত্বে সোমবার সব রাজ্যের সঙ্গে বৈঠক