Sunday, November 9, 2025

কঙ্গনাকে অশালীন ভাষায় কটুক্তি সঞ্জয় রাউতের, চাঁচাছোলা ভাষায় জবাব অভিনেত্রীর

Date:

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ‘হারামখোর’ বলে কটাক্ষ করেছিলেন শিবসেনা সংসদ সঞ্জয় রাউত। শিবসেনা নেতার অশালীন ভাষার পাল্টা তীর ছুঁড়লেন কঙ্গনা। চাঁচাছোলা ভাষায় শিবসেনা নেতাকে জবাব দিলেন অভিনেত্রী। রবিবার এক ভিডিও বার্তায় সঞ্জয় রাউতের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন আগামী সপ্তাহে মুম্বই ফিরবেন তিনি। পারলে কেউ তাঁকে আটকে দেখাক।

এদিনের ভিডিও বার্তায় শিবসেনা নেতার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা রানাওয়াত। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ভিডিওতে অভিনেত্রী বলেছেন, “আপনি নিশ্চয়ই জানেন আমাদের দেশে প্রতিদিন প্রতি মুহূর্তে, প্রতিদিন কত মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। কর্মক্ষেত্র থেকে বিভিন্ন জায়গায় কত জন মেয়ে নির্যাতনের শিকার হয়। স্বামীরাও তাঁদের স্ত্রী – উপর অত্যাচার করে। হাত, পা, মুখ ভেঙে দেয়। এর জন্য দায়ী আপনাদের মতো মানুষের মানসিকতা। আপনি আমাকে ‘ হারামখোর’ বলে সেই মানসিকতার পরিচয় দিয়েছেন। এই দেশের মেয়েরা কোনদিনও আপনাকে ক্ষমা করবে না।”

আরও পড়ুন-আমি নির্দোষ, কাউকে ভালবাসার জন্য গ্রেফতার হতেও তৈরি : রিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বলিউডের স্বজনপোষণ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। এমনকী অভিনেতার মৃত্যুর পর মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা রানাওয়াত। মুম্বই পুলিশের উপর আস্থা নেই বলে মন্তব্য করেছিলেন তিনি। শুরু হয় দু’পক্ষের বাকযুদ্ধ। শিবসেনার মুখপত্র সঞ্জয় রাউত বলেন, কঙ্গনার মনে মুম্বই পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকলে অথবা মুম্বই পুলিশকে অপেশাদার ভাবলে ওঁর মুম্বই ফেরার দরকার নেই।” এর পরিপ্রেক্ষিতে কঙ্গনা বলেন, ” মুম্বই পাক অধিকৃত কাশ্মীরে পরিণত হয়েছে।”

এখানেই শেষ নয়। অভিনেত্রীকে হারামখোর বলে কটাক্ষ করেছেন সঞ্জয় রাউত। যদিও তা নিয়ে বিন্দুমাত্র অপরাধবোধ কাজ করছে না শিবসেনা নেতার। অভিনেত্রীর কাছে ক্ষমা চাইতে রাজি নন তিনি। তাঁর বক্তব্য, মহারাষ্ট্রের কাছে কঙ্গনা ক্ষমা চাইলে আমি এবিষয়ে ভেবে দেখব। মুম্বাই সম্পর্কে ওঁর যা বক্তব্য, সেটা বলার ক্ষমতা আছে আমদাবাদ সম্পর্কে।”

কঙ্গনা বলেন, “স্বাধীন দেশের একজন নাগরিক আমি। নিজের অভিব্যক্তি প্রকাশ করার পূর্ণ অধিকার আছে আমার। আপনার কাজের নিন্দা করছি। আপনি মহারাষ্ট্র নন। মুম্বইতে গেলে আমার মুখ ভেঙে দেওয়ার হুমকি দেয়া হচ্ছে। দেশের গৌরব রক্ষার লড়াইয়ে এমন অনেক রক্ত ঝরেছে। রক্ত ঝরাতে আমিও প্রস্তুত। ৯ সেপ্টেম্বর দেখা হচ্ছে।” এদিনের ভিডিও বার্তায় কঙ্গনা প্রশ্ন তোলেন, “একই রকম মন্তব্যের পর কেন আমির খান বা নাসিরুদ্দিন শাহকে হুমকি দেওয়া হয়নি?”

আরও পড়ুন- প্রায় ৭ ঘন্টার জিজ্ঞাসাবাদ, কাল ফের জেরা, রিয়া গ্রেফতার কি কালই?

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version