হঠাৎ কাদাজলের ১০ ফুটের ফোয়ারা,মেট্রো ঘিরে ফের আতঙ্ক বৌবাজারে

মেট্রোর কাজের জেরে ফের আতঙ্ক ছড়ালো বৌবাজারে।

শনিবার রাতে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে মেট্রোর কাজ চলাকালীন হঠাৎই একটি ভাঙা টিউবওয়েল থেকে কাদাজলের ফেনা উঠতে শুরু করে। প্রায় ৮-১০ ফুট উঁচু পর্যন্ত ওঠে সেই কাদাজল। কোলে মার্কেট এলাকার ব্যবসায়ীদের দাবি, রাত ৯ টা নাগাদ এই ঘটনা ঘটেছে৷ কাদাজলের বেগ এতটাই বেশি ছিল যে আশপাশের বেশ কিছুটা এলাকা কাদায় ভরে যায়।

কেএমআরসিএলের বক্তব্য, পাইলিংয়ের কাজেই এই ঘটনা ঘটেছে।ওদিকে, সবজি বিক্রেতাদের দাবি, কাদা ও বালির সঙ্গে ওই জলে রাসায়নিকও ছিল। কাদাজল যেসব বিক্রেতাদের শরীরে লেগেছে, সেখানে জ্বালা অনুভূত হয়েছে বলে দাবি করা হয়েছে। বৌবাজারে মেট্রো-আতঙ্কের বছর পার হয়েছে। শনিবার রাতে যেন সেই আতঙ্কই ফিরে আসে। মেট্রো কর্তৃপক্ষ এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে খবর, গত দু’দিন ধরেই ওই জায়গা থেকে কাদাজল বের হচ্ছিল। কিন্তু শনিবার রাতে তা চরম আকার নেয়।

আরও পড়ুন : এবার ত্রাণ তহবিলের ১০ কোটির কেলেঙ্কারি, তদন্তের মুখে অর্জুন