Tuesday, May 6, 2025

জোর করে ঘরবন্দি রেখে ওষুধ খাওয়াতো, পরিবারের বিরুদ্ধে সরব আমির খানের ভাই ফয়জল

Date:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না বলিউডের। এবার নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে মুখ খুললেন আমির খানের ভাই ফয়সল খান । তাঁর অভিযোগ , তাকে জোর করে ওষুধ খাওয়ানো হতো। এমনকি ইনস্টাগ্রামে পোস্ট এ তিনি স্পষ্ট জানিয়েছেন ,তার পরিবারের লোকজন তাকে মানসিক রোগগ্রস্ত প্রমাণ করার জন্য জোর করে ঘরে বন্দি করে রেখে ওষুধ খাওয়াতো। শেষ পর্যন্ত পরিবারের বিরুদ্ধে আদালতে যেতে তিনি পিছপা হননি এবং আদালতের নির্দেশে তার শারীরিক ও মানসিক পরীক্ষার পর জানা যায় তিনি সম্পূর্ণভাবে সুস্থ। তার আরও অভিযোগ, অভিনেতা হিসেবে যাতে তিনি প্রতিষ্ঠা না পান সেই কারণে তাকে নানাভাবে হেনস্থা করা হতো। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন , দাদা আমির খানের 50 তম জন্মদিনের একটি পার্টির কথা । সেখানে উপস্থিত ছিলেন করণ জোহরের মতো পরিচালক। সেখানে তাকে কোনওভাবেই কারো সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ জানিয়েছেন ।এমনকি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বলিউডে নেপোটিজম থেকে শুরু করে ফেভারিটিজম কাজ করে বলে তিনি মন্তব্য করেছেন ।

এমনকি, সবথেকে বেশি বলিউডে দেখা যায় ইনসাইডার এবং আউটসাইডার বিতর্ক বলে তার মত। ব্যাপক এই দলবাজির কারণেই সুশান্ত সিং রাজপুতের মতো অনেক অভিনেতাই মানসিক অবসাদগ্রস্ত হয়ে নিজেদেরকে চরম বিপর্যয়ের পথে ঠেলে দেন বলে তিনি অভিযোগ করেছেন। অথচ শাহরুখ খান থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা, সুশান্ত সিং রাজপুত এর মত প্রচুর অভিনেতা বাইরে থেকে ইন্ডাস্ট্রিতে এসে কিন্তু বলিউডকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন বলে তার মতামত। যদিও তাঁর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব।

Related articles

না ফেরার দেশে সদা হাস্যমুখ সাংবাদিক বাবজি সান্যাল, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের

প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল (Babji Sanyal)। মঙ্গলবার, সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে...

পুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে দুর্ঘটনায় মৃত দুই, আহত একাধিক

জম্মু-কাশ্মীরে (J & K) যাত্রীবাহী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মেন্ধার যাওয়ার পথে পুঞ্চ জেলার খোর ধারায়...

মুখে ঝামা ঘষা হল! জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব মুখ্যমন্ত্রীর

আমাকে বলেছিল, আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath...

টালা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোডাউন! ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি, আহত ৪

ঘুমের মাঝেই মারাত্মক কাণ্ড, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ। উত্তর কলকাতার (North Kolkata) টালা এলাকার শিরিশচন্দ্র চৌধুরী লেনের...
Exit mobile version