Monday, May 5, 2025

অপহৃত পাঁচ ভারতীয় চিনে আছে বলে শেষ পর্যন্ত স্বীকার করল বেজিং । দিন কয়েক আগে অরুণাচল থেকে এই পাঁচ ভারতীয়কে লালফৌজ অপহরণ করে বলে অভিযোগ জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। যদিও সে সময় চিন সে কথা অস্বীকার করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, শেষ পর্যন্ত চিন স্বীকার করতে বাধ্য হয়েছে যে অরুণাচল থেকে অপহৃত পাঁচ ভারতীয় চিনেই রয়েছে । এক সাংবাদিকের টুইটের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী রবিবার এ কথা জানান। ওই সাংবাদিকের টুইটের জবাবে রিজিজু জানান, ভারতীয় সেনা ইতিমধ্যেই চিনের সেনাবাহিনীকে হটলাইনে মেসেজ পাঠিয়েছে। এখনও বেজিং থেকে কোনও জবাব পাওয়া যায়নি। বেজিংয়ের এই নীরবতায় স্পষ্ট যে অপহৃতদের চিনেই আটকে রাখা হয়েছে ।
লাদাখ সীমান্তে যখন সংঘাত থামার কোনও লক্ষণ নেই, তখন এই অপহরণ নিয়ে রীতিমতো চাপানউতোর শুরু হয়েছে বেজিং ও ভারতের মধ্যে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার অরুণাচলের নাকো এলাকায়। সেখানেই অপহরণের ঘটনা ঘটে। দুই ভারতীয় কোনওমতে পালিয়ে গিয়ে পুলিশকে সমস্ত তথ্য জানায়। তারপরই অপহরণের ঘটনা প্রকাশ্যে আসে। কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিং টুইটে লিখেছেন, আপার সুবানসিরি জেলার নাচোয় জঙ্গলে শিকার করতে যাওয়া পাঁচ ভারতীয় নাগরিককে লাল ফৌজ অপহরণ করেছে । এই ব্যাপারে দ্রুত কেন্দ্র হস্তক্ষেপ করুক । ঘটনার তদন্ত শুরু করেছে নাকো থানার পুলিশ। যদিও সেনাবাহিনী ও কেন্দ্রের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version