Wednesday, November 5, 2025

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি, দলীয় কর্মীদের হাতেই বেধড়ক মার খেলেন যুবনেতা

Date:

একুশের বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। একদিকে যখন ঘর গোছাচ্ছে তৃণমূল, ঠিক তখনই গেরুয়া শিবিরে একের পর এক ফাটল। নব্য আর আদি বিজেপি দ্বন্দ্বে অশনি সংকেত পদ্ম শিবিরে। এবার দলীয় কর্মী-সমর্থকদের হাতেই বেধড়ক মার খেলেন উত্তর ২৪ পরগণার অশোকনগরের যুবমোর্চার এক নেতা। নাম অনিকেত দে। অভিযোগ, বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের হাতুড়ির আঘাতেই মাথা ফেটেছে তাঁর। আক্রান্ত হয়েছেন তাঁর অনুগামীরাও। হামলাকারীদের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অশোকনগরের আক্রান্ত বিজেপি যুবমোর্চা নেতা অনিকেত দে ৪ নম্বর জোড়াপুকুর এলাকার বাসিন্দা। অশোকনগর এলাকার পরিচিত ও জনপ্রিয়ত মুখ তিনি। অনিকেত বারাসত সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। রাজ্য যুব মোর্চার কার্যকরী কমিটির সদস্য হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব সামলেছেন।

জানা গিয়েছে, অনিকেত দে তাঁর সঙ্গীদের উপর লাঠি, রড, ছুরি, হাতুড়ি নিয়ে আচমকা হামলা চালায় ১৫–‌২০ জনের একটি দল। হামলার সময় হাতুড়ি দিয়ে অনিকেতের মাথায় আঘাত করে। তাঁর সঙ্গীদের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁদের প্রত্যেককে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনিকেতের সঙ্গীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, তাঁর মাথায় সাতটি সেলাই পড়ে।

এরপরই অনিকেটবেই হামলার দায় চাপিয়েছেন তাঁর দলেরই আরেক বিজেপি নেতার ওপর। বারাসত সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্রের অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন অনিকেত ও তাঁর অনুগামীরা। হামলাকারীরা বর্তমান জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জির হাত ধরে সদ্য বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন অনিকেত। আর দলে আধিপত্য বিস্তার করতে দলের পুরনো নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। হামলাকারীরা পলাতক।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version