Friday, November 14, 2025

অধীর চৌধুরীকে ঘিরে প্রদেশ কংগ্রেস দফতরে অনুগামীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

Date:

ফের প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। গতকাল বুধবার দিল্লি এআইসিসি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরীর নাম ঘোষণা করা হয়। তারপর আজ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ তিনি বিধান ভবনে আসেন।

বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। এই সময় অধীর চৌধুরীর বিধান ভবনে আসার খবর পেয়ে দলে দলে তাঁর অনুগামীরা শুভেচ্ছা জানাতে আসেন অধীরবাবুকে। এরপর কংগ্রেস কর্মী-সমর্থকদের আবেগের জোয়ারে ভাসতে ভাসতে বিধানসভার দিকে রওনা দেন অধীর চৌধুরী। তার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

উল্লেখ্য, বুধবার এআইসিসির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এক প্রেস বিজ্ঞপ্তিতে অধীর চৌধুরীর প্রদেশ সভাপতি হওয়ার ঘোষণা করেন। গত ৩০ জুলাই প্রয়াত হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ মৃত্যুর প্রায় পাঁচ সপ্তাহ পর নতুন সভাপতির নাম জানালো দলের হাইকম্যান্ড৷ তবে এআইসিসির তরফে স্পষ্টভাবে জানানো হয়নি
লোকসভায় কংগ্রেস দলনেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি, দু’টি পদই অধীর চৌধুরি সামলাবেন কি’না৷

২০১৮ সালের ২১ সেপ্টেম্বর আচমকাই প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো অধীররঞ্জন চৌধুরিকে৷ ২০১৪-র জানুয়ারি মাসে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে আসা সোমেন মিত্রকে করা হয়েছিলো প্রদেশ সভাপতি৷ সোমেনবাবুর প্রয়াণের পর
প্রত্যাশিতইহভাবেই এআইসিসি সেই পদেই ফিরিয়ে আনলেন অধীরবাবুকে৷ অধীর চৌধুরি প্রথম দফার জমানায় কংগ্রেস কট্টর তৃণমূল বিরোধী অবস্থানে ছিলেন৷ যত বার তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্ন উঠেছে, অধীরবাবু তত বারই স্পষ্ট করে তা খারিজ করেছিলেন। দিল্লির নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, বাংলার কংগ্রেস অটল থাকবে তৃণমূলের বিরোধিতায়, অতীতে বার বার এ কথা বলেছেন অধীর। অধীর চৌধুরি সভাপতি হওয়ায় একদিকে যেমন বাম-কংগ্রেস জোট শক্তিশালী হবে, তেমনই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট বি আসন সমঝোতা পর্বে ঠান্ডা জল ঢেলে দেওয় হলো বলেই রাজনৈতিক মহলের অভিমত৷

প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এবার শেষপর্যন্ত তিনটি নাম ছিলো৷ অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য এবং আবদুল মান্নান ৷
গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হয়ে ওঠা অধীরবাবুর সভাপতি হওয়া প্রায় নিশ্চিতই ছিলো৷

পাল্লা ভারি ছিলো অধীরবাবুর দিকেই৷ এআইসিসির অন্দরে অঘোষিতভাবে দু’টি শিবির তৈরি হওয়ার কারনেই ধরে নেওয়া হয়েছিলো, নিজের ঘনিষ্ঠকেই প্রদেশ সভাপতি করবেন দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী৷ কংগ্রেস হাইকম্যান্ডের চিঠিতে জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন অধীর চৌধুরি ৷ একইসঙ্গে মুক্তকন্ঠে এআইসিসি জানিয়েছে, প্রয়াত সভাপতি সোমেন মিত্রের কংগ্রেসের প্রতি অবদান, দল কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে৷

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version