Friday, August 22, 2025

দাউদের নাম নিয়ে উদ্ধব ঠাকরেকেও হুমকি-ফোন করেছিলেন টালিগঞ্জের অভিযুক্ত যুবক

Date:

শুধু সঞ্জয় রাউত নয়, শিবসেনা শীর্ষ নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও হুমকি-ফোন করেছিলেন অভিযুক্ত যুবক পলাশ বসু। তাঁকে গালমন্দও করেছিলেন পলাশ। উদ্ধব ঠাকরের ব্যক্তিগত সচিব সেই কল রেকর্ড করে নেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে মুম্বই পুলিশ। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে গ্রেফতারের পর আজ, শুক্রবার আলিপুর আদালতে ধৃত যুবককে তোলা হলে মুম্বই পুলিশ ট্রানজিট রিমান্ডের আবেদন করেছিল। তাদের যুক্তি, ট্রানজিট রিমান্ড-এ নিয়ে অভিযুক্তকে জেরা করার প্রয়োজন রয়েছে। আলিপুর আদালত মুম্বই পুলিশের আবেদন মঞ্জুর করে ট্রানজিট রিমান্ড দেয়। এরপর আগামী ১৪ সেপ্টেম্বর মুম্বই আদালতে তোলা হবে অভিযুক্তকে। সাতদিনের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট আলিপুর আদালতে জানাতে হবে মুম্বই পুলিশকে।

প্রসঙ্গত, পেশায় জিম ইন্সট্রাক্টর পলাশ বসু দুবাইতে কাজ করেছেন দু’বছর। সে ফোনে দাউদ ইব্রাহিমের নাম করে সঞ্জয় রাউত ও উদ্ধব ঠাকরেকে হুমকি ও গালিগালাজ দেয় বলে অভিযোগ।

মুম্বই পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ল্যাপটপ, মোবাইল ও দুটো সিম কার্ড (যার মধ্যে একটা ইন্টারন্যাশনাল) উদ্ধার করে। যেগুলি তদন্তের কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

শুধু বলিউড অভিনেত্রী কঙ্গনার রানাওয়াতের পাশে দাঁড়িয়ে ফোনে হুমকির জন্যই কি মুম্বই পুলিশের এই তৎপরতা? সরকারি আইনজীবী জানিয়েছেন, ৫০৫ ছাড়াও ৫০৬ পার্ট-২ ধারা দেওয়া হয়েছে। কারণ, অভিযুক্ত হুমকি দিয়ে বলেছিলেন, ”আমি দাউদ গ্যাং-এর মেম্বার।” এখানে জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে আসছে। তদন্তের খাতিরে তাই আরও জেরার প্রয়োজন।

আরও পড়ুন- সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দিয়ে টালিগঞ্জের যুবকের কী হলো!

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version