Saturday, August 23, 2025

দাউদের নাম নিয়ে উদ্ধব ঠাকরেকেও হুমকি-ফোন করেছিলেন টালিগঞ্জের অভিযুক্ত যুবক

Date:

শুধু সঞ্জয় রাউত নয়, শিবসেনা শীর্ষ নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও হুমকি-ফোন করেছিলেন অভিযুক্ত যুবক পলাশ বসু। তাঁকে গালমন্দও করেছিলেন পলাশ। উদ্ধব ঠাকরের ব্যক্তিগত সচিব সেই কল রেকর্ড করে নেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে মুম্বই পুলিশ। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে গ্রেফতারের পর আজ, শুক্রবার আলিপুর আদালতে ধৃত যুবককে তোলা হলে মুম্বই পুলিশ ট্রানজিট রিমান্ডের আবেদন করেছিল। তাদের যুক্তি, ট্রানজিট রিমান্ড-এ নিয়ে অভিযুক্তকে জেরা করার প্রয়োজন রয়েছে। আলিপুর আদালত মুম্বই পুলিশের আবেদন মঞ্জুর করে ট্রানজিট রিমান্ড দেয়। এরপর আগামী ১৪ সেপ্টেম্বর মুম্বই আদালতে তোলা হবে অভিযুক্তকে। সাতদিনের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট আলিপুর আদালতে জানাতে হবে মুম্বই পুলিশকে।

প্রসঙ্গত, পেশায় জিম ইন্সট্রাক্টর পলাশ বসু দুবাইতে কাজ করেছেন দু’বছর। সে ফোনে দাউদ ইব্রাহিমের নাম করে সঞ্জয় রাউত ও উদ্ধব ঠাকরেকে হুমকি ও গালিগালাজ দেয় বলে অভিযোগ।

মুম্বই পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ল্যাপটপ, মোবাইল ও দুটো সিম কার্ড (যার মধ্যে একটা ইন্টারন্যাশনাল) উদ্ধার করে। যেগুলি তদন্তের কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

শুধু বলিউড অভিনেত্রী কঙ্গনার রানাওয়াতের পাশে দাঁড়িয়ে ফোনে হুমকির জন্যই কি মুম্বই পুলিশের এই তৎপরতা? সরকারি আইনজীবী জানিয়েছেন, ৫০৫ ছাড়াও ৫০৬ পার্ট-২ ধারা দেওয়া হয়েছে। কারণ, অভিযুক্ত হুমকি দিয়ে বলেছিলেন, ”আমি দাউদ গ্যাং-এর মেম্বার।” এখানে জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে আসছে। তদন্তের খাতিরে তাই আরও জেরার প্রয়োজন।

আরও পড়ুন- সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দিয়ে টালিগঞ্জের যুবকের কী হলো!

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version