Tuesday, November 11, 2025

দাউদের নাম নিয়ে উদ্ধব ঠাকরেকেও হুমকি-ফোন করেছিলেন টালিগঞ্জের অভিযুক্ত যুবক

Date:

শুধু সঞ্জয় রাউত নয়, শিবসেনা শীর্ষ নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও হুমকি-ফোন করেছিলেন অভিযুক্ত যুবক পলাশ বসু। তাঁকে গালমন্দও করেছিলেন পলাশ। উদ্ধব ঠাকরের ব্যক্তিগত সচিব সেই কল রেকর্ড করে নেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে মুম্বই পুলিশ। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে গ্রেফতারের পর আজ, শুক্রবার আলিপুর আদালতে ধৃত যুবককে তোলা হলে মুম্বই পুলিশ ট্রানজিট রিমান্ডের আবেদন করেছিল। তাদের যুক্তি, ট্রানজিট রিমান্ড-এ নিয়ে অভিযুক্তকে জেরা করার প্রয়োজন রয়েছে। আলিপুর আদালত মুম্বই পুলিশের আবেদন মঞ্জুর করে ট্রানজিট রিমান্ড দেয়। এরপর আগামী ১৪ সেপ্টেম্বর মুম্বই আদালতে তোলা হবে অভিযুক্তকে। সাতদিনের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট আলিপুর আদালতে জানাতে হবে মুম্বই পুলিশকে।

প্রসঙ্গত, পেশায় জিম ইন্সট্রাক্টর পলাশ বসু দুবাইতে কাজ করেছেন দু’বছর। সে ফোনে দাউদ ইব্রাহিমের নাম করে সঞ্জয় রাউত ও উদ্ধব ঠাকরেকে হুমকি ও গালিগালাজ দেয় বলে অভিযোগ।

মুম্বই পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ল্যাপটপ, মোবাইল ও দুটো সিম কার্ড (যার মধ্যে একটা ইন্টারন্যাশনাল) উদ্ধার করে। যেগুলি তদন্তের কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

শুধু বলিউড অভিনেত্রী কঙ্গনার রানাওয়াতের পাশে দাঁড়িয়ে ফোনে হুমকির জন্যই কি মুম্বই পুলিশের এই তৎপরতা? সরকারি আইনজীবী জানিয়েছেন, ৫০৫ ছাড়াও ৫০৬ পার্ট-২ ধারা দেওয়া হয়েছে। কারণ, অভিযুক্ত হুমকি দিয়ে বলেছিলেন, ”আমি দাউদ গ্যাং-এর মেম্বার।” এখানে জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে আসছে। তদন্তের খাতিরে তাই আরও জেরার প্রয়োজন।

আরও পড়ুন- সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দিয়ে টালিগঞ্জের যুবকের কী হলো!

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version