Thursday, November 6, 2025

জাস্টিস ফর রিয়া: বঙ্গকন্যার ন্যায়বিচারের দাবিতে কলকাতার রাজপথে বিক্ষোভ কংগ্রেসের

Date:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তাল দেশ। অভিনেতার মৃত্যু তদন্তে নেমেছে সিবিআই। বিভিন্ন মহল থেকে সুশান্তের মৃত্যুর জন্য তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকেই কাঠগড়ায় তোলা হয়েছে। মিডিয়া ট্রায়ালে রিয়া যেন দোষী প্রমাণিত হয়ে গিয়েছেন। এরই মাঝে মাদককাণ্ডে রিয়া এই মুহূর্তে রয়েছেন বাইকুল্লা জেলে। তাঁর জামিনের আবেদনও আদালতে খারিজ হয়েছে।

ঠিক সেই পরিস্থিতিতে “বাংলার মেয়ে” রিয়া চক্রবর্তীর ন্যায়বিচারের দাবিতে কলকাতার রাজপথে নামল প্রদেশ কংগ্রেস। আজ, শনিবার বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর নেতৃত্বে বিধানভবন থেকে মিছিল হয়। পরে এস এন ব্যানার্জি রোড ও রফি আহমেদ কিদওয়াই রোডের ক্রসিংয়ে প্রায় মিনিট ১৫ পথ অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। লোকসভায় কংগ্রেস দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশেই শনিবারের এই মিছিল হয়।

কংগ্রেসের দাবি, রিয়া রাজনীতির শিকার। সুশান্তের মৃত্যুর প্রকৃত তদন্ত হোক সেটা কংগ্রেসও চায়। কিন্তু তারজন্য “নিরপরাধ” রিয়াকে যেন দাবার বোড়ে বানানো না হয়। এই বাঙালিকন্যাকে যেন রাজনীতির স্বার্থে ফাঁসানো না হয়। এটাই ছিল প্রদেশ কংগ্রেসের দাবি। তাদের মিছিলের সামনে যে ব্যানার ছিল, সেখানে লেখা “বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীর উপর রাজনৈতিক অভিসন্ধি ও প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত করা হবে না।”

এদিন মিছিলে বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী ছাড়াও বিধায়ক অসিত মিত্র, ঋজু ঘোষাল, সুমন পাল, মহেশ শর্মা, প্রীতম ঘোষ, প্রদীপ প্রসাদ, সৌরভ প্রসাদ প্রমুখ রাজ্য নেতারা পা মিলিয়েছেন। তাঁদের সঙ্গে ছিলেন বহু কংগ্রেস সমর্থক।

উল্লেখ্য, বিজেপি-র বিরুদ্ধে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ভোটে ফায়দা তোলার অভিযোগ আগেই তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, বিহারের ভোটকে সামনে রেখে সেখানকার মানুষদের মন পেতে বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়ে এবং দেশের প্রাক্তন সেনার কন্যাকে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই ফাঁসাচ্ছে। আর বাংলার বিজেপি নেতারা সবকিছু বুঝেও চুপ করে আছে। আসলে বিজেপির চরিত্র এক এক জায়গায় এক এক রকম। এরা বিহারে বিহারের মত, বাংলার বাংলার মত।

আরও পড়ুন- চক্রান্তকারীদের আশি% তো এখন বিজেপিতেই: কড়া জবাব কুণালের

Related articles

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...

সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে...

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...
Exit mobile version