Sunday, August 24, 2025

রাজ্য জুড়ে আর পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাইছে না সরকার। এবার লকডাউন থাকবে শুধুমাত্র কনটেনমেন্ট জোনে। অন্তত প্রশাসন সূত্রে এটাই খবর। কোভিড সংক্রমণ ঠেকাতে বারবার পূর্ণ লকডাউনের দাওয়াই কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই কারণে নতুন করে আর পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করেনি রাজ্য সরকার। সূত্রের খবর, শুধু কনটেনমেন্ট জোনে লকডাউন করে সংক্রমণ রোধের চেষ্টা চলবে।

চেন ব্রেক করতে আনলক পর্বেও সপ্তাহে এক-দু দিন রাজ্য জুড়ে পূর্ণ লকডাউন পালিত হচ্ছিল। শুক্রবারও হয়েছে। কিন্তু এই পদক্ষেপেও সংক্রমণ পুরোপুরি যায়নি বলেই মত বিশেষজ্ঞদের। উল্টে লকডাউনে আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণে এখন খুব প্রয়োজন না হলে পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাইছে না সরকার। রবিবার, সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার জন্য শনিবারের লকডাউন আগেই প্রত্যাহার করেছে রাজ্য সরকার।  এরপরেও আর এ ধরনের লকডাউন হবে না বলেই সূত্রের খবর।

লকডাউনের সময়ে সামগ্রিকভাবে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। আনলক পর্বের শুরুতেই জিনিসের দাম বাড়তে শুরু করেছে। বেড়েছে পরিবহন খরচও। বহু মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এই পরিস্থিতিতে এখনও পূর্ণ লকডাউন চলতে থাকলে অর্থনৈতিক সমস্যা বাড়তেই থাকবে। এই যুক্তিতেই লকডাউনের পথে আর হাঁটতে চাইছে না কেন্দ্র। আর সে কারণেই কনটেনমেন্ট এলাকার বাইরে লকডাউনের সিদ্ধান্তের আগে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কথা বলা বাধ্যতামূলকও করেছে। এই পরিস্থিতিতে এখনই রাজ্যে আর পূর্ণ লকডাউন ঘোষণা হবে না বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন : লকডাউনের সকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মহিলা পুলিশ অফিসার সহ ৩

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version