Sunday, November 9, 2025

বহুচর্চিত JEE (Main)- এর ফল অবশেষে প্রকাশিত হলো৷

মহামারির কারনে দফায় দফায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছিলো৷ শেষপর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশে এ মাসের ১-৬ তারিখে এই পরীক্ষা নেওয়া হয়৷ শুক্রবার রাতে এই পরীক্ষার আয়োজক NTA-এর ওয়েবসাইটে বিই ও বিটেক প্রবেশিকা পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে৷

প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে, ১০০ পার্সেন্টাইল পেয়েছেন দেশের মোট ২৪ জন। যার মধ্যে সব থেকে বেশি জন ৮ জন আছেন তেলেঙ্গানা থেকে৷ তার পরেই দিল্লি’র ৫ জন।

ইঞ্জিনিয়ারিং প্রবেশিকায় বাংলায় শীর্ষে শ্রীমন্তী দে। দিল্লি পাবলিক স্কুল- রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তী জয়েন্ট এন্ট্রান্স মেন-এ ৯৯.৯৯ পার্সেন্টাইল স্কোর করেছে। বাড়িতে জ্বরে কাবু অবস্থাতেই শ্রীমন্তী জানিয়েছে, এমন ফল হবে সে বিষয়ে ও আত্মবিশ্বাসী ছিল। শ্রীমন্তী কম্পিউটার সায়েন্স নিয়ে IIT- বম্বেতে পড়তে চাইছে। দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রীমন্তী পড়েছে সাউথ পয়েন্ট স্কুলে। এর পরে চলে যায় দিল্লী পাবলিক স্কুল রুবি পার্ক-এ। CBSE দশম শ্রেণির পরীক্ষায় পেয়েছিল ৯৮ শতাংশ মার্কস। জয়েন্ট এন্ট্রান্স মেন-এ এই ফলের পরেও রাজ্য জয়েন্টে বসতে চায় শ্রীমন্তী। কিন্তু রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পাশপাশি, ২ ফেব্রুয়ারি হবে ফিজিক্স অলিম্পিয়াড। ফিজিক্স অলিম্পিয়াডেও বসতে
চাইছে সে।

জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা হয়েছিল গত সপ্তাহে। পরীক্ষায় বসেছিল প্রায় ৮ লক্ষ ৭০ হাজার পরীক্ষার্থী। রেকর্ড সময়ে ফল প্রকাশ করা হল। এই পরীক্ষার ফলের মাধ্যমে সারা দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হওয়া যায়। তবে মহামারির আক্রমণে এ বার পরীক্ষায় বসতে পারেননি অনেকেই। জানুয়ারিতে যেখানে ৯.২১ লক্ষ নথিভুক্ত পড়ুয়ার মধ্যে ৮.৬৯ লক্ষ জন পরীক্ষায় বসেছিলেন, সেখানে এপ্রিল থেকে পিছিয়ে সেপ্টেম্বরে হওয়া পরীক্ষায় ৮.৪১ লক্ষের মধ্যে বসতে পেরেছেন ৬.৩৫ লক্ষ জন।

 আরও পড়ুন : লকডাউনে ফাঁকা স্কুলের মধ্যেই মদের আসর, হাতেনাতে ৬ ছাত্রকে ধরলো পুলিশ

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version