বিজেপি নেতাই স্লোগানে স্লোগানে নিজের দলকে দিলেন হুঁশিয়ারি!

বিজেপির মিছিলে বিজেপিকেই হুশিয়ারি! আর এই স্লোগান তুলে বিতর্কের মুখে পড়লেন বিজেপি নেতা। ঘটনা হুগলির বাঁশবেড়িয়ার ত্রিবেণী শিবপুর এলাকার। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপির নেতা কর্মীদের মধ্যে হই-চই পড়ে গিয়েছে। গোটা ঘটনাটি নিয়ে দলের অন্দরেই অশিক্ষিত নেতাকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করার দাবি জানানো হয়েছে। অন্যপক্ষ বলছে, ইচ্ছাকৃতভাবে দলকে ডোবাতেই এই কাজ করা হয়েছে ক্যামেরার সামনে। আবার কেউ কেউ বলছেন, সিপিএম করতেন, অভ্যাস এখনও যায়নি!

ঘটনার সূত্রপাত কোথায়?
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ত্রিবেণী শিবপুর এলাকায় একটি রাস্তার বেহাল দশা নিয়ে বিজেপির বাঁশবেড়িয়া মণ্ডলের অবজারভার রমেশ যাদব একটি বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঠিক করে। সেই বিক্ষোভে ওই এলাকার বিজেপির বেশ কিছু নেতা কর্মীরা হাজির ছিলেন। সেখানেই রমেশ যাদব এই বিতর্কিত স্লোগান দেন। বারবার তিনি ‘বিজেপি হুঁশিয়ার’ আওয়াজ তোলেন।

এই ঘটনায় ওই মিছিলে হাজির থাকা বিজেপি কর্মীরা কিছুটা হতচকিত হয়ে যান। বিজেপি নেতাদের একাংশের বক্তব্য, লোকসভা ভোটের পর রমেশ যাদব সিপিএম থেকে বিজেপিতে নাম লেখায়। এরপর এদিন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি এই মারাত্বক স্লোগান দিয়ে বসেন। বিজেপির ওই নেতারা আরও অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন তৃণমূল ও বিজেপিকে তিনি আক্রমণ করতে অভ্যস্থ ছিলেন। তাই ভুল বশত বিজেপি বিরোধী স্লোগান দিয়ে ফেলেছিলেন। কিন্তু আর এক অংশ বলছেন, রমেশ অন্য দল থেকে এসেছেন বিজেপিকে ডোবানোর জন্যেই। এ নিয়ে হুগলি বিজেপিতে এখন ব্যাপক শোরগোল।